X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর কাছে হানিফ-শাকিলের নামে নালিশ জানাবে ওলামা লীগ

চৌধুরী আকবর হোসেন
১৬ এপ্রিল ২০১৬, ০৭:৪৯আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ০৭:৫৬

হানিফ ও ওলামা লীগ ওলামা লীগের সমালোচনা করায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত অভিযোগ দেবে ওলামা লীগ।
জানা গেছে,পহেলা বৈশাখকে অপসংস্কৃতি উল্লেখ করে এই দিবসে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বন্ধ করার দাবি জানিয়েছিল সংগঠনটি। তাদের এই দাবির প্রতিক্রিয়ায় মাহবুব-উল আলম হানিফ বলেন,‘আওয়ামী লীগের সঙ্গে ওলামা লীগ নামের এই সংগঠনের কোনও সম্পর্ক নেই।’
আর মাহবুবুল হক শাকিল তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন,‘ওলামা লীগ! এটা কি খায় না মাথায় দেয়? পহেলা বৈশাখের বিরুদ্ধে যারা কথা বলে তারা আওয়ামী লীগের কেউ না, দায়িত্ব নিয়ে বলছি।’
জানা গেছে, অভ্যন্তরীণ কোন্দলের কারণে ওলামা লীগ দুই অংশে বিভক্ত হলেও অস্তিত্বের প্রশ্নে অভিন্ন সুরেই কথা বলছেন তারা। ওলামা লীগ একাংশের নেতৃত্ব দিচ্ছেন কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী। তিনি একাংশের সাধারণ সম্পাদক এবং সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী। মূলত তার নেতৃত্বাধীন অংশের পহেলা বৈশাখ নিয়ে বিরূপ মন্তব্যে সমালোচনার মুখে পড়ে ওলামা লীগ।
অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন ইলিয়াস হোসাইন বিন হেলালী। তিনি এই অংশের সভাপতি পদে আছেন এবং সাধারণ সম্পাদক মাওলানা মো. দেলোয়ার হোসেন। আওয়ামী লীগের সঙ্গে ওলামা লীগের সম্পর্ক নেই এমন বক্তব্যে দুই অংশের নেতারা হতাশা প্রকাশ করেছেন।
ওলামা লীগ একাংশের সাধারণ সম্পাদক কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ওলামা লীগ নিয়ে যারা সমালোচনা করছেন তারা দেশের ওলামাদের অপমান করছেন। আমরা জয় বাংলা শ্লোগান দেই, আন্দোলন সংগ্রামে মাঠে থেকেছি। নেত্রী জানেন আমাদের সম্পর্কে। আমরা আগামী রবিবার নেত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানাবো।  তার সঙ্গে কথা বলবো। তিনি আমাদের চেনেন, জানেন।  সবার সঙ্গে আলাপ হয়েছে, সবাই এক সঙ্গে নেত্রীর কাছে যাবো। আমাদের বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যাও দেব।
তিনি আরও বলেন, আমরা ধর্মীয় দৃষ্টিকোন থেকে বলেছি পহেলা বৈশাখে মঙ্গল প্রদীপ জ্বালানো, উলুধ্বনি দেওয়া, শাখা বাজানো, মঙ্গল কলস সাজানো, ঢাক-ঢোলের ব্যবহার, মুখোশ পরে শোভাযাত্রা, মুসলিম মহিলাদের সিঁথিতে সিদুর দেওয়া বিধর্মীদের কাজ। এগুলো করলে আওয়ামী লীগের ভোট কমবে, এজন্য বলেছি। 
অপর অংশের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী বলেন,ওলামা লীগের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক নেই এমন মন্তব্য শুনে সারা দেশের আলেম-ওলামারা হতাশা প্রকাশ করেছেন। ওলামা লীগ নিয়ে যারা মন্তব্য করেছেন তারা কি জানেন না আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নেত্রী আমাদের অফিস দিয়েছেন।

/সিএ/এসএনএইচ/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস