X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

নির্বাচনকালীন জাতীয় সরকার গঠনের প্রস্তাব বিকল্পধারার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৭, ১৯:৫৫আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৯:৫৮

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বিকল্পধারার প্রতিনিধিরা নির্বাচনকালীন একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন বিকল্প ধারা। সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নির্বাচন কমিশন গঠন ইস্যুতে অনুষ্ঠিত বৈঠকে দলটি এই প্রস্তাব দেয়। বৈঠক শেষে দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান সাংবাদিকদের এই তথ্য জানান।

এ সময় দলের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে ৭ দফা প্রস্তাবনা পেশ করেছে বিকল্পধারা। সোমবার সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতির কাছে এই প্রস্তাবনা তুলে ধরেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতির সঙ্গে বিকল্পধারার বৈঠক নির্ধারিত ছিল ৭ জানুয়ারি। কিন্তু সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর অসুস্থতার কারণে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের তারিখ ৯ জানুয়ারি সন্ধ্যা ৬টায় পুনর্নির্ধারণ করা হয়।

 বি. চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবদুর রউফ মান্নান, মাহবুব আলী, অ্যাডভোকেট শাহ আহম্মেদ বাদল, ড. কাজী কামাল, বেগ মাহতাব, ওয়াসিমুল ইসলাম, অ্যাডভোকেট খন্দকার জোবায়ের হোসেন, শিপ্রা রহীম, মাহফুজুর রহমান, ওবায়েদুর রহমান মৃধা, মহসিন চৌধুরী, বিএম নিজাম প্রমুখ।

বিকল্পধারার প্রস্তাবে বলা হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে একটি সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন। ওই প্রস্তাবে প্রধানমন্ত্রীর অধীনে ৫জন সরকার দলীয় সদস্য ও ৫জন বিরোধীদলীয় সদস্য নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করার কথা বলা হয়েছিল। প্রধানমন্ত্রী প্রস্তাবিত ওই নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় বিরোধী দলকে স্বরাষ্ট্র ও সংস্থাপন (বর্তমানে জন প্রশাসন) মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছিল।

এতে আরও বলা হয়, ওই প্রস্তাব অনুযায়ী সব বিরোধী দল নিয়ে নির্বাচনকালীন একটি জাতীয় সরকার গঠন করলে নির্বাচন নিরপেক্ষ হওয়ার সম্ভবনা বাড়বে। একইসঙ্গে এই অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনাও বাড়বে।

প্রস্তাবে বলা হয়, দুর্ভাগ্যবশত সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩ ) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ছাড়া রাষ্ট্রপতির ক্ষমতা সীমাবদ্ধ থাকায় অন্য ব্যাপারে (নির্বাচন কমিশন নিয়োগসহ) রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। এই প্রস্তাবে যুক্ত করা হয়,  সেই হিসেবে আমরা আশা করি, প্রধানমন্ত্রী যাদের নির্বাচন কমিশনে নিয়োগ করতে চান, তাদের নামগুলো জানালে এই আলোচনা ফলপ্রসূ হতো।

প্রস্তাবে ‘অভিজ্ঞতার ভিত্তিতে দেখা যায় যে, যতবার নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ততবারই নির্বাচনসমূহ গ্রহণযোগ্য হয়েছে’ বলে মন্তব্য করা হয়।

বিকল্পধারার প্রস্তাবে উল্লেখ করা হয়,  নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের নাম প্রস্তাব করবেন, সেই তালিকায় ১) একজন সাবেক প্রধান বিচারপতি, ২) একজন সাবেক সেনাপ্রধান, ৩) বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ৪) একজন সাবেক জ্যেষ্ঠ সচিব, ৫) একজন প্রখ্যাত মহিলা সমাজকর্মী ও ৬) একজন প্রখ্যাত পেশাজীবী।

প্রস্তাবে আরও বলা হয়, পরবর্তী নিরপেক্ষ সরকার গঠনের পর ওই সরকার আরও ৩ জনের নাম প্রস্তাব করবে।

এছাড়া বিকল্পধারার প্রস্তাবে উল্লেখযোগ্য হচ্ছে, নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইন প্রণয়ন করতে হবে। নির্বাচনে পরাজিত প্রার্থী আপিল করলে ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির জন্য আইন প্রণয়ন করতে হবে।

 আরও পড়ুন: রাষ্ট্রপতিকে বাসদের ৫ প্রস্তাব

/এসটিএস/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে