X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় যারা জড়িত ছিল না তাদের জামিনের ব্যবস্থা নিচ্ছি: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২১, ২১:৩২আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২১:৪৬

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় যাদের সত্যিকারের সম্পৃক্ততা ছিল তাদের ছাড়া অন্য আটকদের জামিনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে হেফাজতে ইসলাম আয়োজিত ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে সংসদে শাস্তির আইন পাসের দাবিতে ওলামা-মাশায়েখ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা যে ঘটনার কথা বলেছেন, সেই ঘটনায় অনেকেই আটক হয়েছেন। ঘটনাগুলো যারা ঘটিয়েছিলেন তাদের রেখে অন্যদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা আমরা নিচ্ছি। আমাদের প্রমাণের মধ্যে যা আসছে, যারা এগুলোর মধ্যে ছিল না, সে যদি কোনোক্রমে আটক হয়ে থাকে, আমরা তাদের জামিনের ব্যবস্থা করেছি। ছেড়ে দেওয়ার বিষয়টি আমাদের হাতে নয়, এটি বিচার বিভাগের হাতে। বিচার বিভাগ আমাদের নিয়ন্ত্রণে নয়। জামিন হওয়ার যে ব্যবস্থা, তার উদ্যোগ আমরা নিয়েছি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনারা বলেছেন হেফাজত অরাজনৈতিক দল, হেফাজত রাজনীতি করে না, নির্বাচনে যায় না। বাইরে থেকে দুষ্কৃতকারীরা এসে আপনাদের অপবাদ অথবা কুমন্ত্রণা দিচ্ছে। সেখানেই আপনারা ভুল করেছেন অথবা ভুল করে ফেলেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বারবার বলতে চাই­- আপনারা আধ্যাত্মিক লাইনের চর্চা করেন, কোরআন-সুন্নাহ অনুযায়ী চলেন। আপনারা যেহেতু অরাজনৈতিক প্রতিষ্ঠান সেহেতু কেন আপনাদের মাঝে বহিরাগত অনুপ্রবেশ ঘটে, এ ব্যাপারে আপনাদের আরও সাবধান হওয়া উচিত।

মন্ত্রী বলেন, আমি যদি বিগত দিনগুলোর কথা বলি, যেটা হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়ায় ঘটেছে, সেদিন আপনাদের কয়েকজন নেতা আমার বাসায় রাত একটা পর্যন্ত বসা ছিলেন। আমি বলেছি, যখন একটা মাস-গেদারিং হয়ে যায় তখন উপযুক্ত নেতা না থাকলে সেটা কন্ট্রোল করা যায় না। তাদের বলেছিলাম, আপনারা ব্রাহ্মণবাড়িয়ায় চলে যান, না হলে কাল যে ঘটনা ঘটতে পারে সেটা কন্ট্রোল করতে পারবেন না। কথাটা যথাযথভাবেই ফলেছে।

তিনি বলেন, আমি যেহেতু মুসলমান, আমি কোরআন-সুন্নাহর পথে চলতে প্রতিজ্ঞাবদ্ধ। কেউ কোরআনকে অপবিত্র করার চেষ্টা করলে আপনার যেমন কষ্ট লাগে, আমারও লাগে। আমরা মুসলমানরা কারও বিশ্বাসের প্রতি অমর্যাদা করি না।

তিনি আরও বলেন, কেউ যদি প্রোপাগান্ডা ছড়ায় সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। ভুল করেই হোক, ইচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত হোক, আমরা ব্যবস্থা নিচ্ছি। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে যেমন আমাদের ধর্মে নিষেধ আছে, তেমনি সংবিধানেও নিষেধ আছে। আপনার ধর্মকে অপমান করলে যেমন কষ্ট লাগে, তেমনি অন্য ধর্মকে আঘাত করলে তারও কষ্ট লাগে। আমাদের সংবিধানে এ ব্যাপারে স্পষ্ট উল্লেখ আছে।

মন্ত্রী বলেন, আপনাদের মতো আমাদের প্রধানমন্ত্রীও শফি সাহেবকে অত্যন্ত ভালোবাসতেন। আপনাদের নিয়ে চিন্তা করেন। আপনাদের যে ভুল ধারণা আছে—আপনার উপলব্ধি করতে পারবেন, আসলেই এগুলো ভুল ধারণা।

সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ, মহাসচিব আল্লামা নুরুল ইসলাম, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জি, অধ্যক্ষ মিজানুর রহমান, আল্লামা সাজিদুর রহমান, আল্লামা ইয়াহইয়া, আল্লামা তাজুল ইসলাম, আল্লামা আব্দুল আওয়াল প্রমুখ।

/জেডএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বান্দরবানে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার
রুমা ও থানচিতে ব্যাংক লুটের ঘটনায় কুকি চিন জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী
পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে
সর্বশেষ খবর
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী