X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘নতুন ইসি আইনের প্রতি জনগণের সম্মতি নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩৩

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, সদ্য পাস হওয়া নির্বাচন কমিশন আইনের দিকে মনোযোগ না দিয়ে পরিষ্কার সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, ‘আবার যে একটা দখলদারিত্বের  নির্বাচন হবে, সেটাকে বৈধতা দেওয়ার জন্য এই নির্বাচনি আইন করা হয়েছে। এই আইনের প্রতি জনগণের সম্মতি নেই।’

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ‘ঐতিহাসিক কাগমারী সম্মেলন দিবস' উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘এই আইন আমরা প্রত্যাখ্যান করলাম। এই আইনের মাধ্যমে যে নির্বাচন কমিশন হবে, যা বর্তমানের চেয়েও খারাপ হবে। এই তামাশা নিয়ে আলোচনা করা মানে রাজনৈতিকভাবে সময় অপচয় করা।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক সমর্থনে ফাটল ধরায় আওয়ামী লীগ এখন কম্পমান। তাদের মাথা খারাপ হয়ে গেছে।’

জোনায়েদ সাকি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, খুন গুমতো হয়নি।  এরা সবাই ভূ-মধ্যসাগরে ডুবে মারা গেছে। গুম হওয়া লোকদেরকে আমরা পরিবারের কাছে হাজির করবো। তাদেরকে কোথায় থেকে হাজির করবেন? পুড়িয়ে ছাই করে দিয়েছেন। হয়তোবা সেই ছাই আমাদের সামনে হাজির করবেন। এদের যে মাথা খারাপ, এটা পরিষ্কার বুঝা যাচ্ছে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন— নাগরিক ঐক্যের আহ্বায়ক  মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

 

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
বাজার সিন্ডিকেটের দায় বিরোধী দলের ওপর চাপাতে চায় সরকার, অভিযোগ জোনায়েদ সাকির
ন্যায্য আন্দোলনে হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না: গণসংহতি আন্দোলন
সর্বশেষ খবর
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি