X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১
ইনুর অনুকূলে মশাল বরাদ্দ

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ জাসদ অপর অংশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৬, ০০:১১আপডেট : ১৬ এপ্রিল ২০১৬, ০০:১১

জাসদের দলীয় প্রতীক মশাল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ)  অনুকূলে দলীয় নিবন্ধন ও প্রতীক ‘মশাল’ বরাদ্দের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন দলটির অপর অংশ।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে অপর অংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিক ঘোষণার আগে বিষয়টি ইসিকে ভালোভাবে পর্যালোচনা করার আহ্বান জানান তারা। তারা বলেন,নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত অপ্রত্যাশিত,অসময়োচিত এবং দায়িত্বশীলতার পরিচায়ক নয়।
জাসদ একাংশের দপ্তর সম্পাদক ইউনুসুর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে দুই নেতা বলেন, শুনানির সময় নির্বাচন কমিশন বলেছে,সিদ্ধান্ত গ্রহণে তাদের আরও তথ্য-উপাত্ত প্রয়োজন হতে পারে ও সংশ্লিষ্ট পক্ষ আরও তথ্য-উপাত্ত দাখিল করতে পারবে। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় পর্যায়েও উভয় পক্ষকে মশাল প্রতীক ব্যবহার করার বিষয়ে নির্বাচন কমিশন সম্মতি দিয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের প্রতীক বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত প্রদানের এখতিয়ার দেওয়া হয়েছে। এমতাবস্থায় নির্বাচন কমিশনের আকষ্মিক এ সিদ্ধান্ত জাসদকে বিভক্ত করাকেই প্রকারান্তরে এগিয়ে নিয়ে গেছে, যা তাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে না।
বিবৃতিতে আরও বলা হয়, ১২ মার্চ কেন্দ্রীয় কাউন্সিলের ঘটনাও নির্বাচন কমিশন সঠিকভাবে আমলে নেয়নি। নির্বাচনী অধিবেশনে ব্যক্তিবিশেষদের গঠনতন্ত্র ও নির্বাচনী রীতিনীতি অনুসারে অধিবেশন পরিচালনা না করার বিষয়গুলো আমলে না নিয়ে কমিশন সিদ্ধান্ত দিয়েছে। নির্বাচনী অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের কোনও ফলাফলই সিদ্ধান্ত আকারে আসাটা বিবেচিত হতে পারে না। অথচ শুধু একটি প্রস্তাবিত বিষয়কে নির্বাচন কমিশন বড় করে দেখিয়ে মশাল প্রতীক ব্যবহারের জন্য এক অংশকে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে গণমাধ্যমে উঠে এসেছে।
/ইএইচএস/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন