X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নিরাপদ সড়ক নিয়ে ইউল্যাবের ভার্চুয়াল আলোচনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ১৭:৪৯আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৭:৪৯

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ভার্চুয়াল আলোচনার আয়োজন করে। গত ২৪ অক্টোবর এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি মনে করেন, ‘দেশের পরিবহন ব্যবস্থাপনায় বিশৃংখল অবস্থা বিরাজ করছে। সরকার আন্তরিকতার সঙ্গে নীতিমালা উন্নয়ন করলেই কেবল এই পরিস্থিতির উন্নতি সম্ভব। কিন্তু সড়কে নব্বই শতাংশ মানুষই সড়ক আইন মানতে চায় না। তাই শুধু সরকারের ঘাড়ে দায় চাপিয়ে দিলেই হবে না, আমাদের নিজেদেরও সচেতন হওয়া জরুরি।’

স্বাগত বক্তব্যে ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা সড়ক দুর্ঘটনার একটি পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, ‘দেশে প্রতিদিন প্রায় ২০ জন করে মানুষ সড়ক দুর্ঘটনায় হতাহত হয়। টেকসই উন্নয়নের ৩ দশমিক ৬ লক্ষ্যে নিরাপদ সড়কের কথা বলা আছে। ইউল্যাব যেহেতু বিশ্ববিদ্যালয় হিসেবে টেকসই উন্ননের মিলেনিয়াম লক্ষ্যের সঙ্গে ঐক্যমতে থেকে টেকসই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে সচেষ্ট, সেক্ষেত্রে নিরাপদ সড়কের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে আমরা দায়বদ্ধ।’ 

সমাপনী বক্তব্য দেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান। ব্যক্তিগত ট্র্যাজেডিকে সামাজিক আন্দোলনে রূপ দিয়ে দেশের নাগরিকদের সচেতন করতে ইলিয়াস কাঞ্চনের সামগ্রিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন তিনি। এছাড়া সড়কে নিজের নিরাপত্তার দায়িত্ব নিজেকে নিতে, আইন শাসনের প্রতি সম্মত থাকতে, অন্যের জন্য বিবেচনা রাখতে এবং ধৈর্যশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দেন। 

সড়ক দুর্ঘটনার শিকার ইউল্যাবের ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের (ইটিই) ১৪২তম ব্যাচের শিক্ষার্থী রিয়াজ বিন রাজিব নিজের দুর্বিষহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন অনুষ্ঠানে। এ সময় সংযুক্ত ছিলেন ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) ফয়জুল ইসলাম, অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানরা, শিক্ষক-কর্মকর্তা, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ইউল্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব সামাজিক যোগাযোগ মাধ্যমে সপ্তাহব্যাপী পোস্টার ক্যাম্পেইন ও সচেতনতামূলক ভিডিও প্রচার করে। 

/জেএইচ/
সম্পর্কিত
শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকের কাছে ইউল্যাবের আবেদন
কোয়ালিটি বিচারে দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস