X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কুড়িগ্রামে বাল্যবিবাহ কমেছে ১১ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২২, ১৭:৫২আপডেট : ১২ মার্চ ২০২২, ১৭:৫২

গত ৫ বছরে কুড়িগ্রামে বাল্যবিবাহের হার কমেছে ১১ শতাংশ। ২০১৭ সালে ওই জেলায় ১৫ বছরের নিচে বাল্যবিবাহের হার ছিল ১৭ শতাংশ। ১৮ বছরের নিচে ছিল ৬৫ শতাংশ। ২০২১ সালে এ হার নেমেছে যথাক্রমে ৬ ও ৫১ শতাংশে। শনিবার কুড়িগ্রামে শেখ রাসেল অডিটরিয়ামে জেলা পর্যায়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের জেলা পর্যায়ে প্রকল্প সমাপনী কর্মশালায় কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য তুলে ধরেন। বিবিএফজি প্রজেক্ট কর্তৃক পরিচালিত জরিপে এই তথ্য পাওয়া যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক জিলুফা সুলতানা, ফুলবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, রাজারহাট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম,  কুড়িগ্রাম সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর পরিচালক— গার্লস রাইটস হাব-এর পরিচালক কাশফিয়া ফিরোজ এবং আরডিআরএস বাংলাদেশ এর হেড অব এডমিনিসন্ট্রেশন এন্ড জেনারেল সার্ভিস নজরুল গনি।

জেলা প্রশাসক বলেন, ‘বাল্যবিবাহ একটি অপরাধ। বিষয়টি কুড়িগ্রামের সবাই জানে। আমাদের প্রত্যেকের জায়গা থেকে বাল্যবিবাহের পরিস্থিতি মনিটরিং করতে হবে। বাল্যবিবাহ বন্ধে কুড়িগ্রামকে মডেল হিসেবে উপস্থাপন করতে হবে।’

কুড়িগ্রামে বাল্যবিবাহ কমেছে ১১ শতাংশ

১৫ বছরের নিচের বাল্যবিবাহের হার শূন্য করা, ১৮ বছরের নিচের বাল্যবিবাহের হার এক তৃতীয়াংশে নামিয়ে আনা—সর্বোপরি কুড়িগ্রাম জেলাকে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্যে বিবিএফজি প্রকল্পটি জেলা প্রশাসনের কর্ম পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করে আসছে।

কাশফিয়া ফিরোজ বলেন, ‘করোনা মহামারি সত্ত্বেও কুড়িগ্রামে ১৫ বছরের নিচে বাল্যবিবাহের হার ৬ শতাংশে নেমে এসেছে যা আমাদের একটি অর্জন। সকলকে অনুরোধ করছি বিবিএফজি প্রকল্পের কাজগুলোকে ধরে রাখতে। যাতে আমরা কুড়িগ্রাম জেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করতে পারি।’

 বাংলাদেশে অবস্থিত সুইডেন দূতাবাসের সহায়তায় ‘বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি)’ প্রকল্পটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং স্থানীয় সহযোগী সংস্থা আরডিএস বাংলাদেশ-এর মাধ্যমে ২০১৭ সাল থেকে সমগ্র কুড়িগ্রাম জেলায় কাজ করে আসছে এবং ২০২২ সালের ৩১ মার্চ প্রকল্পটি সমাপ্ত হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিবিএফজি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম চৌধুরী।  বাল্যবিবাহের বর্তমান পরিস্থিতি,  বিবিএফজি প্রকল্পের উল্লেখ্যযোগ্য অর্জন এবং সফলতার তথ্য তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুন।

বাল্যবিবাহ বন্ধের জন্য বিবিএফজি প্রকল্প বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বাল্যবিবাহ সকল ইউনিয়নে যুব ফোরাম গঠন, চ্যাম্পিয়ন বাবা নির্বাচন,  বাল্যবিবাহের ঝুঁকিতে আছে এমন পরিবারের তালিকা তৈরি, বাল্যবিবাহ নিরোধ কমিটি গঠন শক্তিশালীকরণ এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাল্যবিবাহ বন্ধে কর্মপরিকল্পনা গ্রহণ, বিয়ের সাথে সংশ্লিষ্ট ৬ হাজার ১২ জন কাজি, ঘটক, ইমাম, পুরোহিতদের প্রশিক্ষণ প্রদান।

/এফএ/
সম্পর্কিত
বাল্যবিয়ে মানবাধিকার লঙ্ঘন: কামাল উদ্দিন আহমেদ
দেশে অর্ধেকের বেশি নারীর বাল্যবিয়ে হয়: সংসদে প্রতিমন্ত্রী
স্কুলপড়ুয়া মেয়েকে পালিয়ে বিয়ে করে বরখাস্ত হলেন ইউপি সদস্য
সর্বশেষ খবর
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ