X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও গণসাক্ষরতা অভিযান

প্রেস রিলিজ
০৩ জুলাই ২০২২, ১৭:৫৬আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৭:৫৬

সিলেটে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছে গণসাক্ষরতা অভিযান ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ। উদ্যোগটির আওতায়, ইতোমধ্যে ৫ হাজার মানুষকে শুকনো খাবার, ওষুধ ও সুরক্ষাসামগ্রী দিয়ে সহায়তা করা হয়েছে। শিগগিরই আরও ১০ হাজার মানুষকে সহায়তা দেওয়া হবে। রবিবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি প্যাকেজে পাঁচ সদস্যের পরিবারে দুই সপ্তাহের খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ রয়েছে। নিজেদের ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনীয় সামগ্রীও প্যাকেজের অন্তর্ভুক্ত। যথাযথ পুষ্টি ও ক্যালোরিযুক্ত খাবারের নির্দেশিকা অনুযায়ী এই ১৫ হাজার মানুষকে খাবার ও পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে ওরস্যালাইন-এন দেওয়া হচ্ছে।

দেশের উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যে মূলত এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। স্বল্প আয় ও আয়হীন পরিবার, নারী ও বিধবা নারীর পরিবার, বস্তিতে বসবাসকারী পরিবার, প্রতিবন্ধী রয়েছে এমন পরিবার এবং জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীরা এই ত্রাণ কার্যক্রমের আওতাধীন।   

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাজের এজাজ বিজয় বলেন, ‘তথ্য মতে, সিলেটের প্রায় ৭২ শতাংশ স্থান পানির নিচে ছিল। আশা করি, এই ত্রাণ সহায়তার মাধ্যমে আগামী দুই সপ্তাহ পর্যন্ত তারা খাদ্য ও সুরক্ষাসামগ্রীর প্রয়োজন মেটাতে পারবে। আমরা গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করবো এবং সুবিধাবঞ্চিতরা যেন যথাযথ সাহায্য পায়, তা নিশ্চিতে কাজ করবো।’

গণসাক্ষরতা অভিযানের এক্সিকিউটিভ ডিরেক্টর রাশেদা কে চৌধুরী বলেন, ‘বাংলাদেশ যেভাবে দুর্যোগ মোকাবিলা করছে, তা সত্যিই প্রশংসনীয়। সরকারি সংস্থা এনজিও ও বেসরকারি খাতের মতো স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে দুর্যোগ মোকাবিলা চালিয়ে যাবে বলে আমার বিশ্বাস।’   

১৫ হাজার মানুষকে ত্রাণ দেওয়ার পর বন্যা-পরবর্তী ক্ষতি সামাল দিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড দীর্ঘমেয়াদি পুনরুদ্ধার কার্যক্রম গ্রহণ করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে: মন্ত্রী
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসটির ফিটনেস ছিল না
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট