X
শনিবার, ০১ এপ্রিল ২০২৩
১৮ চৈত্র ১৪২৯

এইচএসসি পরীক্ষায় মাইলস্টোন কলেজে ৯৯.৯৭ শতাংশ পাস 

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৪

এইচএসসি পরীক্ষার ফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। এ বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ৩ হাজার ২২২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। পাস করেন ৩ হাজার ২২১ জন। পাসের হার ৯৯ দশমিক ৯৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭৩৪ জন। জিপিএ-৫-এর হার ৮৪ দশমিক ৮৮ শতাংশ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৫৪৮ শিক্ষার্থী। পাস করেন ২ হাজার ৫৪৭ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৯ দশমিক ৯৬ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ২৪১৯ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮৪ জন শিক্ষার্থী পরীক্ষা দেন। পাসের হার শতভাগ। এই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬৮ জন।

মানবিক বিভাগ থেকে ২৯০ জন পরীক্ষায় অংশ নেন। পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছেন ১৪৭ জন।

এইচএসসি পরীক্ষায় নিয়মিতভাবে ভালো ফলের ধারা অব্যাহত রাখার বিষয়ে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম বলেন, শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই একটা লক্ষ্য নির্ধারণ করে আমরা নিরলসভাবে কাজ করি। কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপায়ণের জন্য আমাদের অভিজ্ঞ অ্যাকাডেমিক পর্ষদ বাস্তবায়ন করে গুণগতমানের একটা সুন্দর পাঠপরিকল্পনা। এছাড়াও নিয়মানুবর্তিতা, গুণগতমানের শিক্ষা, নিয়মিত পাঠদান বিষয়ে আমরা সব সময় সচেষ্ট।

অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম জানান, গ্রাম থেকে অনেক শিক্ষার্থী মাইলস্টোন কলেজে পড়তে আসে, যাদের অনেকেরই এসএসসিতে জিপিএ-৫ থাকে না কিন্তু এইচএসসিতে তারাও জিপিএ-৫ অর্জন করে। এটি মাইলস্টোন কলেজের ভালো ফলাফলের অন্যতম সুন্দর বৈশিষ্ট্য।

অধ্যক্ষ বলেন, মাইলস্টোন কলেজে পড়তে আসা ছাত্রছাত্রীদের নিয়মিত পড়াশুনার পাশাপাশি নৈতিক শিক্ষা দেওয়া হয়, যাতে তারা সুশিক্ষা গ্রহণ করে মানবিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপরাধ ও অপপ্রচারের সঙ্গে সাংবাদিকতাকে মেলাবেন না: তথ্যমন্ত্রী
অপরাধ ও অপপ্রচারের সঙ্গে সাংবাদিকতাকে মেলাবেন না: তথ্যমন্ত্রী
ওষুধ ব্যবসায়ীর পায়ের রগ কেটে টাকা ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা
ওষুধ ব্যবসায়ীর পায়ের রগ কেটে টাকা ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা
‘আমি যদি কাজ না করি, পাগল হয়ে যাবো’
‘আমি যদি কাজ না করি, পাগল হয়ে যাবো’
বাংলাদেশ বিশ্বের জন্য মডেল: মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ বিশ্বের জন্য মডেল: মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘অসঙ্গতিপূর্ণ’ প্রদর্শন, শিক্ষকের দুঃখ প্রকাশ
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘অসঙ্গতিপূর্ণ’ প্রদর্শন, শিক্ষকের দুঃখ প্রকাশ
বিভিন্ন পদে চাকরি দিচ্ছে রেলপথ মন্ত্রণালয়
বিভিন্ন পদে চাকরি দিচ্ছে রেলপথ মন্ত্রণালয়
ডিবি কার্যালয়ে হিরো আলম
ডিবি কার্যালয়ে হিরো আলম
আইনের আশ্রয় নেওয়া ছাড়া উপায় দেখছি না: রিয়াজ
রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগআইনের আশ্রয় নেওয়া ছাড়া উপায় দেখছি না: রিয়াজ