X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘আইকনিক বিজনেস লিডার’ অ্যাওয়ার্ড পেলেন এমজিআই চেয়ারম্যান মোস্তফা কামাল

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ নভেম্বর ২০২৩, ১১:৪০আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১১:৪০

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড ২০২৩’ অনুষ্ঠানের স্পেশাল ক্যাটাগরি ‘আইকনিক বিজনেস লিডার’-এর সম্মাননায় ভূষিত হয়েছেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল।

শনিবার (১১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মোস্তফা কামালের হাতে এই পুরস্কার তুলে দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মুহাম্মদ এ. (রুমী) আলী।

বাংলাদেশের অর্থ ও বাণিজ্য খাতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মানার্থে এবারই প্রথম ‘আইকনিক বিজনেস লিডার’-এর স্পেশাল ক্যাটাগরিটি সংযুক্ত করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। শিল্প স্থাপনের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে ভূমিকা পালনের জন্য এমজিআই চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামালকে পুরস্কৃত করেই ক্যাটাগরিটির সূচনা হলো।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর বর্তমানে ৫৪টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এমজিআই-এর পণ্যসামগ্রীর তালিকায় রয়েছে ড্রিংকিং ওয়াটার, ভোজ্যতেল, আটা, ময়দা, সুজি, চিনি, গুঁড়াদুধ, কনডেন্সড মিল্ক, লবণ, চা ও মসলা ইত্যাদি। এর বাইরে বিল্ডিং ম্যাটেরিয়াল, কেমিক্যাল, শিপিং, পাল্প অ্যান্ড পেপার, অর্থনৈতিক অঞ্চলসহ অনেক বড় বড় খাত ও ভারী শিল্পে এমজিআই-এর বিনিয়োগ রয়েছে। 

বর্তমানে বাংলাদেশের প্রতি দুটি পরিবারের একটি এমজিআই-এর পণ্য ব্যবহার করে উল্লেখ করে প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, বাংলাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহৎ পিভিসি ও পিইটি রেজিন তৈরির শিল্পকারখানা মেঘনা পিভিসি লিমিটেড-এর পণ্য রফতানিও শুরু করেছে এমজিআই। এ ছাড়া খাদ্যপণ্য, রাসায়নিক, ভোজ্যতেল, প্রাণিখাদ্য, সিমেন্ট ও ব্যাগ রফতানি করছে এমজিআই। বিশ্বের ৩৫টিরও বেশি দেশে রফতানি হচ্ছে এমজিআই-এর বিভিন্ন পণ্য। বর্তমানে এমজিআই প্রায় ৫০ হাজারেরও বেশি কর্মীর একটি বিশাল পরিবারে পরিণত হয়েছে। পরোক্ষ কর্মসংস্থান বিবেচনা করলে এই সংখ্যা হবে কয়েক লাখ।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?