‘একটি ফ্রিজ কিনবো বলে প্রায় দুই বছর ধরে গরু লালন-পালন করছিলাম। গত কয়েক দিন আগে গরুটি বিক্রি করি। সেই টাকায় একটি মিনিস্টার ফ্রিজ কিনি। ফ্রিজ কিনে গরু জিতেছি। আমি ভাবতেও পারিনি, গরু বিক্রির টাকায় ফ্রিজ কিনে আবার একটা গরু পেয়ে যাবো।’ ফ্রিজ জিতে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন আলমডাঙ্গার বাসিন্দা মো. ফারুক হোসাইন।
শুধু ফারুক হোসাইনই নন, মিনিস্টার ফ্রিজ কিনে গরু জিতেছেন ঢাকার বাসিন্দা মো. শাহজাহান, যশোরের তালবাড়ীয়ার জোহরা বেগম, ময়মনসিংহ সদরের মো. শরিফ, নোয়াখালীর নুরনাহার আক্তার পলি। তবে শুধু গরুই নয়, একটি ফ্রিজ কিনে আরকটি ফ্রিজ পেয়েছেন রাজশাহীর দূর্গাপুরের মো. মুকুল আলী, নারায়ণগঞ্জের পশ্চিম দেওভোগের রোকসানা মমতাজ, সিলেটের পিকুল মল্লিক।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মিনিস্টার নিয়ে এসেছে ‘ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন’ অফার। এই অফারে মিনিস্টারের নির্দিষ্ট মডেলের ফ্রিজ কিনে গ্রাহক পেতে পারেন গরু, ফ্রিজ কিংবা নিশ্চিত ডিসকাউন্টসহ আকর্ষণীয় সব উপহার। বৃহস্পতিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অফার প্রসঙ্গে মিনিস্টার মাইওয়ান গ্রুপের হেড অব ব্র্যান্ড কেএমজি কিবরিয়া বলেন, ‘ক্রেতাদের উৎসবের আমেজ বাড়িয়ে দিতে প্রতি ঈদেই মিনিস্টার চেষ্টা করে আকর্ষণীয় অফার রাখতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এখন পর্যন্ত আমাদের এই অফারে ব্যাপক সাড়া পাচ্ছি।’