সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসময় সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা যেসব সমস্যা মোকাবিলা করছেন এবং ইসলামী ব্যাংক প্রবাসীদের জন্য ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে যেসব সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে, সে বিষয়ে আলোচনা করেন তারা।
এসময় সৌদি আরবে বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জাহাঙ্গীর আলম ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফুল আলমসহ ব্যাংকের সৌদি আরবের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।