X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

তিন নবীন স্থপতি পেলেন কেএসআরএম পুরস্কার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ জানুয়ারি ২০২০, ২০:২০আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২০:২১

বিজয়ী স্থপতি ও আয়োজকরা শিল্প প্রতিষ্ঠান কবির স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (কেএসআরএম) পুরস্কার পেলেন দেশের তিন নবীন স্থপতি। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনে তাদের হাতে এই স্বীকৃতি তুলে দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কেএসআরএম ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) যৌথ উদ্যোগে গত ২৫ থেকে ২৭ ডিসেম্বর ঢাকায় তিন দিনের প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর শিরোনাম ছিল ‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস: বেস্ট আন্ডারগ্র্যাজুয়েট থিসিস’। এতে আইএবি’র অধিভুক্ত ১০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তিনটি করে মোট ৩০টি সেরা গবেষণাপত্র প্রকল্প আকারে প্রদর্শন করা হয়। এর মধ্য থেকে জুরি বোর্ডের বিচারে সেরা তিন নবীন স্থপতিকে পুরস্কারটি দেওয়া হয়।

বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির মো. আরমান আলম। দ্বিতীয় হন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৃষ্টি সরকার। তৃতীয় স্থানে আছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রহমান গোলাম মাহমুদুর। এছাড়া ফাহিম হাসান ও শরীফুল আলমকে দেওয়া হয় বিশেষ সম্মাননা পুরস্কার।

কেএসআরএম স্টিল প্ল্যান্টের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান বলেন, ‘আমরাস্টিল খাতে কর্মরত মানুষরা সবসময় পণ্যের মান নিশ্চিত করতে ব্যস্ত থাকি। এখানে সৌন্দর্য দেখানোর কোনও সুযোগ নেই। কিন্তু যারা আমাদের পণ্য ব্যবহার করে বাড়ি, কারখানা কিংবা স্থাপনাসহ কিছু বানান তার পেছনে অনেক আবেগ ও স্বপ্ন থাকে। পরিশ্রম ও সৃজনশীলতার মাধ্যমে মানুষের স্বপ্নের প্রতিফলন ঘটান স্থপতিরা। তাই ভাবলাম যারা আমাদের বাড়ি-ঘর ও অন্যান্য স্থাপনার সৌন্দর্য উপহার দিচ্ছেন তাদের ধন্যবাদ দেওয়া উচিত। আর যদি ধন্যবাদ দিতেই হয়, এমন কিছু একটা করে দেওয়া উচিত যার দীর্ঘমেয়াদী অর্থবহ প্রভাব থাকবে। তাই আমরা আইএবির সঙ্গে হাত মিলিয়ে ভবিষ্যতের স্থপতিদের উৎসাহ দিতে এই আয়োজন করেছি।’

আইএবি সভাপতি জালাল আহমেদ জানান, কেএসআরএম-আইএবি’র যৌথ উদ্যোগে প্রতিবছর এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। তার আশা, এর মাধ্যমে নতুন পেশায় আসা সৃষ্টিশীলদের স্থাপত্য শিক্ষার মানোন্নয়ন হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপূর্তমন্ত্রী রেজাউল করিম। তার মন্তব্য, সবক্ষেত্রে নবীনদের অপার সম্ভাবনা রয়েছে। নিরলস প্রচেষ্টা থাকলে তারা বিকশিত হতে পারবে।

বিশেষ অতিথি উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মনে করেন, দেশের প্রতিষ্ঠিত শিল্পগোষ্ঠী উদ্যোগ নিলে স্থপতিরা আরও উৎসাহী হবেন।

বিজয়ী স্থপতি ও আয়োজকরা তরুণ স্থপতিদের উদ্দেশে প্রবন্ধ উপস্থাপন করেন স্থপতি ইকবাল হাবিব। তিনি বলেন, ‘টেকসই নগর উন্নয়নে তিনটি বিষয় (অর্থনীতি, পরিবেশ, সাম্য) জরুরি। কিন্তু উন্নয়ন হচ্ছে শুধু অর্থনৈতিক, রাজনৈতিক ও শারীরিকভাবে সবলদের। নারী, শিশু ও প্রতিবন্ধীদের উন্নয়নের কোনও সুযোগ নেই।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন কেএসআরএমের উপদেষ্টা (বিক্রয় ও বিপণন) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহিদুর রহমান, বিক্রয় ও গবেষণা বিভাগের প্রধান আশফাকুল ইসলাম, ব্র্যান্ড বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু সুফিয়ান, এহসান রহমান, জ্যেষ্ঠ কর্মকর্তা মিজান-উল-হক, সাদ হোসেন ও মিঠুন বড়ুয়া, আইএবি’র সহ-সভাপতি মামনুন মুরশেদ চৌধুরী প্রমুখ।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক