X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্কয়ার টয়লেট্রিজের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বার্ষিক বিক্রয় সম্মেলন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৭

সম্মেলনে বক্তব্য রাখছেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পাবনায় রত্নদ্বীপ রিসোর্টে হয়ে গেলো স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড জোন ২-এর ‘বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২০’। এ আয়োজন উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। মানসম্মত পণ্য বিক্রয় ও সেবার পরিধির আরও উন্নয়ন সাধন করে গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের মন জয়ের ওপর আলোকপাত করেন তিনি। একইসঙ্গে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবার অবদানের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।

গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সম্মেলনে জোন ২ (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) সেলস টিমের সব সদস্য অংশগ্রহণ করেন। এর আগের দিন কারখানায় মানসম্মত পণ্য উৎপাদন ও বিতরণের পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন তারা। 


লিন্ডে বাংলাদেশ প্রতিষ্ঠানের কান্ট্রি হেড ও ব্যবস্থাপনা পরিচালক মোহসিন উদ্দিন আহমেদ বিক্রয় প্রতিনিধিদের জন্য উৎসাহমূলক বিশেষ বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড গ্রাহকদের ব্যতিক্রম চাহিদার কথা মাথায় রেখে পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন পণ্য বিপণন করে আসছে। ব্যবসার বাইরেও দায়িত্ববোধ থেকে ভোক্তা ও অংশীদারদের কথা মাথায় রেখে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড দেশ ও সমাজের উন্নয়নে নারী শিক্ষা, নিরাপদ মাতৃত্ব, সার্ভিক্যাল ক্যান্সার, নারী অধিকারের মতো অনেক সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।’

এছাড়া বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির হেড অব অপারেশন মালিক মোহাম্মদ সাঈদ, চিফ সেলস অ্যান্ড ট্রেড মার্কেটিং অফিসার শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান ও হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান। এ সময় আরও ছিলেন অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগের পরিচালক মো. গোলাম কিবরিয়া, মানবসম্পদ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোনামি হক ও অন্যান্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্মেলনে বিজয়ীদের হাতে ‘স্কয়ার সুপার হিরো অব দ্য ইয়ার ২০১৯’সহ অন্যান্য পুরস্কার তুলে দেন ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি টানা হয়।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা