X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ওয়ালটনের কারখানায় বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ মার্চ ২০২০, ২৩:৫৭আপডেট : ০৮ মার্চ ২০২০, ০০:০৩

ওয়ালটনের বেভেলিন সিরিজের নতুন মডেলের এসি উন্মোচন করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গাজীপুরের চন্দ্রায় বাংলাদেশি ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটনের কারখানা পরিদর্শন করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (৭ মার্চ) একইসঙ্গে ওয়ালটনের বেভেলিন সিরিজের নতুন মডেলের ইনভার্টার এসি এবং নতুন মডেলের ৫৫ ইঞ্চি আল্ট্রা স্লিম ফোর-কে স্মার্ট টেলিভিশন উন্মোচন করেন তিনি।

এর আগে কারখানায় পৌঁছে ওয়ালটনের ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী। এরপর রেফ্রিজারেটর, কম্প্রেসর, মেটাল কাস্টিং, এয়ার কন্ডিশনার, মোবাইল ফোন, ল্যাপটপ, এলিভেটর, টেলিভিশন ইত্যাদির উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেন। ওয়ালটনের অত্যাধুনিক কারখানায় বিশ্বমানের বিভিন্ন পণ্যের উৎপাদন দেখে মুগ্ধ হন তিনি।

ওয়ালটনের কারখানায় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কেউ না দেখলে ওয়ালটনের কর্মযজ্ঞ বিশ্বাস করতে পারবে না। এসব পণ্য আন্তর্জাতিক মানের। ওয়ালটন উদ্যেক্তাদের স্বপ্ন ও অসামান্য চেষ্টা আছে বলেই তারা সফল হচ্ছেন।’

টিপু মুনশি উল্লেখ করেন, সরকারি কেনাকাটায় ওয়ালটন তথা দেশীয় পণ্য যেন প্রাধান্য পায় সেজন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এলিভেটর উৎপাদনে সরকারি নীতিতে সহায়তা বাড়ানোর আশ্বাস দেন তিনি।

ওয়ালটন কম্প্রেসর কারখানায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ওয়ালটন কারখানায় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী আইরীন মালবিকা মুনশি ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন। শনিবার দুপুরে মন্ত্রী ও তার সফরসঙ্গীরা ওয়ালটন কারখানা কমপ্লেক্সে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী, ভাইস-চেয়ারম্যান এস এম শামছুল আলম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম, ওয়ালটন গ্রুপের পরিচালক রিফাহ তাসনিয়া স্বর্ণা।

এ সময় অন্যদের মধ্যে ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম সরকার ও আলমগীর আলম সরকার, নির্বাহী পরিচালক হুমায়ূন কবীর, উদয় হাকিম, তানভীর রহমান, ইউসুফ আলী ও লিয়াকত আলী, উপ- নির্বাহী পরিচালক ফিরোজ আলম, শাহজাদা সেলিম ও জাহিদুল ইসলাম।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া