X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এবার সিএমপি-বিদ্যানন্দ হাসপাতালে ‘লাভ ফর চট্টগ্রামের’ চিকিৎসা সরঞ্জাম

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ জুলাই ২০২০, ১৬:১০আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৬:৪৩

এবার সিএমপি-বিদ্যানন্দ হাসপাতালে ‘লাভ ফর চট্টগ্রামের’ চিকিৎসা সরঞ্জাম আবারও করোনায় জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম বিতরণ করেছে ‘লাভ ফর চট্টগ্রাম’। সংগঠনটির পক্ষ থেকে চট্টগ্রাম নগর পুলিশের সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালে একটি হাই ফ্লো নাজাল ক্যানোলা, নন রিব্রিদেবল মাস্ক, এন৯৫ মাস্ক ও পিপিই সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে সংগঠনটি নগরীর জেনারেল হাসপাতালে ১০টি অক্সিজেন সিলিন্ডার এবং মা ও শিশু হাসপাতালে দুটি হাই ফ্লো নাজাল ক্যানোলাসহ এন৯৫ মাস্ক ও পিপিই প্রদান করে।

রবিবার (৫ জুলাই) সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালে এই চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়। এই সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রামে রাশিয়ার কনস্যুলেট জেনারেল আর্কিটেক্ট আশিক ইমরান, ফিনলে প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মোফাখ্খারুল ইসলাম খসরু, আর্কিটেক্ট ফারুক আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মেহতাবুর রহমান, মামুনুর রশীদ ও আতাউল হাকিম খসরু। হাসপাতালের পক্ষে এই সামগ্রী গ্রহণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার মাহবুবুর রহমান চট্টগ্রামবাসীর প্রশংসা করে বলেন, ‘আজ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তিপর্যায়ের প্রচেষ্টায় চট্টগ্রাম করোনা মোকাবিলায় ঘুরে দাঁড়িয়েছে। খুব অল্প সময়ে চালু হওয়া সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল এর জ্বলন্ত প্রমাণ।’

এই সময় লাভ ফর চট্টগ্রামের অন্যতম উদ্যোক্তা আশিক ইমরান বলেন, ‘সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতালের কার্যক্রমে লাভ ফর চট্টগ্রামের অংশগ্রহণকে নগরবাসীর দুঃসময়ে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের উজ্জ্বল দৃষ্টান্ত। শুধুমাত্র বিপর্যয়ের সময়ই বৃহত্তর স্বার্থে আমরা আমাদের নিজস্ব গণ্ডি থেকে বেরিয়ে আসি, মানুষের সেবায় এভাবে পাশে দাঁড়াই।’

‘লাভ ফর চট্টগ্রাম’ হচ্ছে চট্টগ্রামের বিশিষ্টজন এবং সারা বিশ্বে ছড়িয়ে থাকা চট্টগ্রামের প্রবাসীদের সহযোগিতা গড়ে ওঠা একটি উদ্যোগ। এর অন্যতম উদ্যোক্তা স্থপতি আশিক ইমরান ও মেঘনা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট গীতিকবি আসিফ ইকবাল।

প্রসঙ্গত, এই উদ্যোগের সঙ্গে ইতোমধ্যে যুক্ত আছেন চট্টগ্রামে বেড়ে ওঠা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান ও নিউজিল্যান্ডে বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী ও পেশাজীবীরা।

/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
পার্বত্য এলাকার উন্নয়নে হাজার কোটি টাকার কাজ চলছে: প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা