X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চতুর্থ বর্ষে পা রাখবে জেবিএন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ নভেম্বর ২০২০, ২১:৩২আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ২১:৫৯

চতুর্থ বর্ষে পা রাখবে জেবিএন

চতুর্থ বর্ষে পা রাখতে যাচ্ছে জাবিয়ান বিজনেস নেটওয়ার্ক (জেবিএন)। এই উপলক্ষে আগামী ১৬ই নভেম্বর রাজধানীর ধানমন্ডির ফোর সিজন রেস্টুরেন্টে সীমিত পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগঠনটির তৃতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন জেবিএন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে জাবিয়ান ব্যবসায়ী এবং উদ্যোক্তাসহ সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জেবিএন অ্যাডমিন এবং জাবি’র সাবেক শিক্ষার্থী মূর্তজা মূর্শেদ গোলাম কিবরিয়া খান লোদী এই কথা জানান।

তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারির বিস্তার বিবেচনায় নির্দেশিত স্বাস্থ্যবিধি নিশ্চিত করে বর্ষপূর্তি আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইভ্যালি ডট কম ডট বিডি-এর ফাউন্ডার ও চেয়ারপারসন তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন। আয়োজনে শীর্ষ ১০ জন জাবিয়ান বিজনেসকে বিশেষ সম্মাননা এবং তালিকাভুক্ত আরও ২০ বিজনেসকে স্বীকৃতি প্রদান করা হবে।’

জেবিএন সম্পাদনায় গত চার বছরের অভিজ্ঞতা সম্পর্কে তিনি জানান, প্রতিষ্ঠা বছর ২০১৬ সালে জেবিএন ছিল বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রথম বিজনেস নেটওয়ার্ক, মাত্র ১২০ সদস্য নিয়ে শুরু হয়েছিল পথচলা। বর্তমানে জেবিএন সদস্য সংখ্যা ১৩ হাজারের বেশি। গত তিন বছরে অংশগ্রহণকারি জাবিয়ান ব্যবসায়ি যত অর্ডার পেয়েছে তার মধ্যে ২০ থেতে ২২ শতাংশ পেয়েছেন এই নেটওয়ার্কিং প্লাটফরম থেকে।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে জেবিএন বর্ষপূর্তি আয়োজক কমিটির পক্ষে আরও উপস্থিত ছিলেন সাগর হাছনাথ, সুরাইয়া ফেরদৌস, এস এম বেলাল উদ্দিন, আল-আমিন কুরাইশি, সাব্বির হাসান, এস এম ফয়সাল হোসেন এবং রিশান শাহরিয়ার।

প্রসঙ্গত, জাবিয়ান বিজনেস নেটওয়ার্ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্রছাত্রীদের একটি ফেসবুকভিত্তিক প্ল্যাটফর্ম যেখানে ব্যবসায়িক সমস্যা, সমাধান, সম্ভাবনা, ব্যবসায় নৈতিকতার চর্চা, গুণগত মান ঠিক রাখার প্রয়োজনীয়তাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। ব্যবসায়িক সংযোগের পাশাপাশি একটি রেজিস্টার্ড ব্যবসায়িক সংগঠন হিসেবে এফবিসিসিআই-এর সদস্য হওয়ার জন্য সংগঠনটি প্রস্তুতি নিচ্ছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ