X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার বোলিং কোচ চামিন্দা ভাস

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০১৭, ১৩:১২আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৩:১৭

শ্রীলঙ্কার বোলিং কোচ চামিন্দা ভাস চামিন্দা ভাসকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। চম্পকা রমানায়েকে সরে দাঁড়ানোর পর আসন্ন ভারত সিরিজে তাকে এই দায়িত্ব দিয়েছে এসএলসি।

চামিন্দা ভাসকে নিয়োগ দেওয়া প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড(এসএলসি) জানিয়েছে, ‘শ্রীলঙ্কার ভারত সফরে দলকে সহায়তা করবেন ভাস।’ ২০১৬ সাল থেকেই জাতীয় দলের তরুণদের নিয়ে কাজ করে আসছিলেন সাবেক এই পেসার। বর্তমানে দায়িত্ব পেলেও সেটি হবে সাময়িক। যদিও এর আগে পূর্ণকালীন কোচের দায়িত্ব সামলেছেন। ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৫ সালের এপ্রিল পর্যন্ত দলের বোলিং কোচ ছিলেন। এমনকি নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের হয়েও কোচের দায়িত্ব পালন করেছেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে চম্পকা সরে দাঁড়ালেও বলা হচ্ছে বাংলাদেশে এইচপি কোচ হতে যাচ্ছেন তিনি। তবে নিজের মুখে সেসব কিছুই জানাননি। এর আগে ২০১৫ সালে নতুন করে শ্রীলঙ্কার দায়িত্ব বুঝে নেওয়া চম্পকা জানিয়েছেন, বেশ কিছু জায়গা থেকে প্রস্তাব পেয়েছেন।তবে বাংলাদেশ থেকে পাওয়া প্রস্তাবের বিষয়ে কিছুই জানাননি।

বাংলাদেশে তার আসার সম্ভাবনাকে উজ্জ্বল হিসেবেই দেখা হচ্ছে। কারণ এর আগে ২০০৮ সালে তাকেই প্রথমবার বোলিং কোচ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার দেখানো পথেই রুবেল হোসেন ও শফিউল ইসলামের মতো তারকা পেসাররা উঠে এসেছিল। আর বিসিবি কোর্টনি ওয়ালশকে জাতীয় দলের বোলিং কোচ করায় চম্পকার দায়িত্ব বণ্টন ভিন্নভাবেই হবে বলে ধারণা করা হচ্ছে।–ক্রিকইনফো।

/এফআইআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?