X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ খেলবে শ্রীলঙ্কা, বাছাইয়ে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৭, ১২:৩১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪১

বিশ্বকাপ খেলবে শ্রীলঙ্কা ভারতের কাছে সম্প্রতি ওয়ানডে সিরিজে বাজেভাবে হারার পর সংশয়ে ছিল শ্রীলঙ্কা। হয়তো বাছাই খেলেই বিশ্বকাপে জায়গা পেতে হবে লঙ্কানদের। আর তাকিয়ে থাকতে হচ্ছিল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দিকে। কারণ এই সিরিজের মধ্য দিয়েই নির্ধারণ হবে অষ্টম দল হিসেবে কারা সরাসরি খেলার টিকিট পাবে ২০১৯ বিশ্বকাপে। শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচে ক্যারিবীয়দের হারের ফলে নির্ধারিত হয়ে গেলো- সরাসরিই বিশ্বকাপ খেলবে ১৯৯৬ বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা।

গতকাল প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩০ সেপ্টেম্বরের কাট অফ ডেটের আগে এই সিরিজ ৪-০ অথবা ৫-০ তে জিততে হতো ক্যারিবীয়দের। কারণ ৭৮ রেটিং নিয়ে নবম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। আর ৮৬ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে শ্রীলঙ্কা। সিরিজে বড় ব্যবধানে জিতলে লঙ্কানদের টপকানোর সুযোগ ছিল ক্যারিবীয়দের। অথচ প্রথম ম্যাচে হেরে সেই সম্ভাবনাও শেষ করে দিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ! এখন আর লঙ্কানদের টপকানোর সুযোগ নেই জেসন হোল্ডারদের।

এরফলে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে অষ্টম দল হিসেবে সরাসরি বিশ্বকাপে যাচ্ছে শ্রীলঙ্কা। আর দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ বাছাই খেলবে জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মতো নিচের সারির দলের সঙ্গে। বাছাই থেকে শীর্ষ দুই দল খেলবে বিশ্বকাপে।   

এরফলে তৃপ্তির ঢেঁকুর তুলেছেন শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক উপুল থারাঙ্গা, ‘এটা অস্বীকার করছি না যে  আমরা অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তবে এই অবস্থায় দর্শকদের অনেক অনেক ধন্যবাদ, যারা এই অবস্থাতেও আমাদের ওপর আস্থা রেখেছেন।’-ক্রিকইনফো।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টনের আশ্রমের দায়িত্ব পেলো শামসুল হক ফাউন্ডেশন
মিল্টনের আশ্রমের দায়িত্ব পেলো শামসুল হক ফাউন্ডেশন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?