X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

দ্রুত দৌড় শিখতে উসাইন বোল্টের দ্বারস্থ অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০১৭, ১৩:৫৩আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১৪:২৯

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের দ্রুত দৌড়ানোর কৌশল শেখাচ্ছেন উসাইন বোল্ট। একবার ভাবুন তো? ক্রিকেটের পিচে দৌড়াচ্ছেন উসাইন বোল্টের মতো একজন গতি দানব। যেখানে উসাইন বোল্টেরই সর্বোচ্চ গতি সেকেন্ডে ১২.২৭ মিটার পর্যন্ত! সেখানে এমন গতি দেখে ফিল্ডারদের তখন বিস্মিত হওয়ার মতোই দশা হওয়ার কথা! বাস্তবে তেমন হয়তো হয় না। তবে তেমন কিছু উপহার দিতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের দ্রুত দৌড়ানোর কৌশল শেখাচ্ছেন সদ্য অবসরে যাওয়া জ্যামাইকান এই অ্যাথলেট।

অবশ্য এই শেখানোর পেছনে রয়েছে তার আলাদা ব্যাখ্যা। ক্রিকেটের দৌড়ে শুরুতেই আগ্রাসী মনোভাবের অভাব দেখেন তিনি, ‘সব কিছুই আসলে আগ্রাসী মনোভাবের ওপর নির্ভর করে। ক্রিকেটে আমি এটারই অভাব দেখি। ওরা যখন দৌড়ায় তখন যথেষ্ট আগ্রাসী ভাবটা দেখা যায় না।’

কিংবদন্তি এমন একজনকে পাশে পেয়ে অবশ্যই খুশি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। কারণ আসন্ন অ্যাশেজে সবভাবেই প্রস্তুতি নিতে চায় তারা। অসি ব্যাটসম্যান হ্যান্ডসকম্ব জানালেন সেসব কথা, ‘আসলে আমরা আরও কীভাবে দ্রুত হতে পারি সেসব বিষয়ে কিছু দিক নির্দেশনা দিয়েছেন তিনি। দৌড়ে শুরুর পদক্ষেপগুলোই আসল। সেগুলো ঠিকঠাক মতো করতে পারলে আমরা আরও দ্রুত হতে পারবো।’

আর কিছুদিন পরেই শুরু হবে অ্যাশেজ। গ্যাবায় প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর। পরের ম্যাচগুলো হবে অ্যাডিলেড, পার্থ, মেলবোর্ন ও সিডনি। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ