X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

৫০ লাখ টাকায় বসুন্ধরা কিংসে সবুজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৮, ১৭:২১আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৭:২৭

তৌহিদুল আলম সবুজ। গত মৌসুমে আট গোল করে সবার দৃষ্টি কেড়েছেন তৌহিদুল আলম সবুজ। স্থানীয় ফুটবলারদের মধ্যে ছিলেন সর্বোচ্চ গোলদাতা।চট্টগ্রাম আবাহনীর হয়ে মাঠ মাতানো এই ফুটবলারের ওপর এবার দৃষ্টি পড়েছে নবাগত বসুন্ধরা কিংসের। একেবারে ৫০ লাখ টাকা পারিশ্রমিকে তাকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা।

প্রিমিয়ার লিগে চোট জর্জর হওয়া ছাড়াও ভুগেছেন বেশ কয়েকবার। তাই গোলের সংখ্যা খুব বেশি বাড়াতে পারেননি। নিজ দলের বিদেশি খেলোয়াড়দের সঙ্গে পাল্লা দিয়েই আট গোল পেয়েছেন। আর এই পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে ৫০ লাখ টাকার প্রস্তাব। বাংলা ট্রিবিউনকে তিনি জানান, ‘গত মৌসুমে অনেক পরিশ্রম করেছি। প্রথম পর্বে ৬ গোল করেছিলাম। দ্বিতীয় পর্বে দু’গোল এসেছে। তবে আরও গোল আসতে পারতো। নানান কারণে আর হয়ে ওঠেনি। আসলে আমি শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভালো খেলতে। তাই এবার নতুন দলে যোগ দিয়েছি।’

শেখ জামালের দুই ফরোয়ার্ড সলোমান কিং ও রাফায়েল যৌথভাবে ১৫ গোল করে গতবার লিগে শীর্ষে ছিলেন। এছাড়া অন্যান্য বিদেশিরাও ছিলেন আলোচনায়। তাদের সঙ্গে লড়াই দেওয়াটা যে সহজ নয় সেই কথা তুলে ধরেছেন সবুজ, ‘আফ্রিকান খেলোয়াড়দের সঙ্গে অনেক সময় লড়াই করা কঠিন হয়ে পড়ে। যে কারণে সর্বোচ্চ গোলদাতা হতে চাইলেও সম্ভব হয়ে উঠে না।’

অনেক পরিশ্রম করেছেন বলেই নবাগত বসুন্ধরা কিংসের কাছ থেকে এমন প্রস্তাব পেয়েছেন। সেই পরিশ্রমের কথা তুলে ধরে সবুজ বলেছেন, ‘আমি পরিশ্রম করেছি বলেই এবার নতুন দলটি ৫০ লাখ টাকা পারিশ্রমিক দিয়ে আমাকে নিয়েছে। ভালো না খেললে তো এই টাকা পেতাম না। চাইলেই তো কেউ বড় অঙ্কের পারিশ্রমিক পাবে না।’

বসুন্ধরা কিংস নবাগত হয়ে ভালো দল গড়ার প্রতিশ্রুতি দিয়েছে এবার। ইতোমধ্যে একাধিক খেলোয়াড়কে দলে নিয়েছে। নতুন দলে সবুজ নিজের লক্ষ্যের কথা জানালেন এভাবে, ‘নতুন দলে ভালো পারিশ্রমিকে যোগ দিয়েছি। আশা আছে আগের চেয়ে বেশি গোল করার। লক্ষ্য আছে দলকে একের পর এক ম্যাচ জেতানোর। দল যেন শিরোপা পায়, সেদিকে দৃষ্টি থাকবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস