X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

যে জয়ে সমৃদ্ধ হয়েছে রেকর্ড বই

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৮

শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানের জয় সমৃদ্ধ করেছে রেকর্ড বই।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে অসাধারণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ১৩৭ রানে হারানো এই জয় জায়গা করে নিয়েছে রেকর্ড বইয়ে। একই সঙ্গে রেকর্ড বইটাকে নতুন করে সমৃদ্ধ করেছেন মুশফিকরা। তাদের এই জয় বিদেশের মাটিতে সবচেয়ে বড় ওয়ানডে জয়।

দেশের বাইরে সবশেষ বড় ওয়ানডে জয়টি ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। ২০১৩ সালে বুলাওয়েতে বাংলাদেশ জয় পায় ১২১ রানে। সার্বিকভাবে বড় জয়ের তালিকায় এশিয়া কাপের জয়টি ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে। আর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় বড় জয়ের তালিকায় জায়গা করে নিয়েছে এই ম্যাচ।
ঢাকায় এর আগে গত বছর শ্রীলঙ্কাকে ১৬৩ রানের বিশাল ব্যবধানে হারানোর নজির গড়েছে। যা রানের হিসাবে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে ওয়ানডে জয়। 

আরও কিছু রেকর্ড:

১. এশিয়া কাপে নিজেদের ইতিহাসে এবারই প্রথমবার বড় ব্যবধানে হারের রেকর্ডটি গড়েছে শ্রীলঙ্কা। ১৯৮৬ সালে পাকিস্তানের কাছে ৮১ রানে হেরেছিল লঙ্কানরা। এশিয়া কাপে বাংলাদেশ ছাড়া লঙ্কানদের এরচেয়ে বড় ব্যবধানে হারাতে পারেনি কোনও দল। ২০০৮ সালে ভারত তাদের হারিয়েছিল ১০০ রানে।

২. বাংলাদেশের বিপক্ষে এবারই প্রথম এত কম রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। সবশেষ ২০০৯ সালে বাংলাদেশ তাদের ১৪৭ রানে অলআউট করেছিল। এবার তারা অলআউট হয়েছে ১২৪ রানে। 

৩. এশিয়া কাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে বিরাট কোহলির ১৮৩ রানই এখন পর্যন্ত সর্বোচ্চ। ২০০৪ সালে ইউনিস খানও ১৪৪ রান করেছিলেন হংকংয়ের বিপক্ষ। এবার মুশফিক করলেন ১৪৪ রান।

এছাড়া ওয়ানডেতে বাংলাদেশি কোনও ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ রানটি মুশফিকের। ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রান করে তালিকায় শীর্ষে আছেন তামিম ইকবাল।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস