X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ফ্রান্সের সঙ্গেও বিবর্ণ জার্মানি

স্পোর্টস ডেস্ক
১৭ অক্টোবর ২০১৮, ১০:৪২আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৩:০০

দুটি গোলই করেন গ্রিয়েজমান। জার্মানির বাজে ফর্মের চেয়েও আলোচনায় কোচ ইওয়াখিম ল্যোভ। দলটির টানা বিবর্ণ দশায় চাকরি হারানোর চাপটা আরও বেড়ে গেলো তার। উয়েফা নেশন্স লিগে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছেও ল্যোভের শিষ্যরা হেরেছে ২-১ গোলে

অথচ শুরুতে এগিয়ে গিয়ে খোলস ছেড়ে বের হয়ে আসার ইঙ্গিত দিয়েছিলো জার্মানরা। বছরের দ্বিতীয় জয় পেতে ১৪ মিনিটে স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন টোনি ক্রোস। প্রতিপক্ষের হ্যান্ডবলের সুবাদে সুযোগটা কাজে লাগায় আনায়াসে।

তবে দ্বিতীয়ার্ধের পর তাদের রক্ষণ ছিন্নভিন্ন করে দেন আন্তোয়ান গ্রিয়েজমান। ৬২ মিনিটে তার হেড করা গোল থেকেই আসে সমতা। ৮০ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান করেন ২-১। কিছুদিন আগে ডাচদের কাছে ৩-০ গোলে উড়ে যাওয়া জার্মানরা এই ম্যাচে আর ফেরার সুযোগ পায়নি বাকি সময়। ২-১ গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে জার্মানি।

বিবর্ণ দশায় নেশন্স লিগে খুবই বাজে অবস্থায় রয়েছে ল্যোভের দল। লিগ এ-তে গ্রুপ ১ এর খেলায় ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে জার্মানি। এমন অবস্থায় লিগ বি-তে অবনমন শঙ্কায় রয়েছে তারা। এই অবস্থায় ল্যোভের চাকরি হারানোর চাপটা বেড়ে যাওয়াই স্বাভাবিক। কারণ ২০০০ সালের পর এমন বাজে দশায় রয়েছে জার্মানি। যারা প্রতিযোগিতামূলক ম্যাচে টানা দ্বিতীয়বার হারের স্বাদ পেলো।

জার্মানদের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করলেও এই ম্যাচ জিতে লিগের শীর্ষে রয়েছে ফ্রান্স। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দিদিয়ের দেশমের শিষ্যরা। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস