X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সাকিব-রাসেলের ব্যাটে জয়ে ফিরলো ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৯, ১৭:৪০আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৮:৫৩

সাকিবের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৬১ রানের অধিনায়কোচিত ইনিংস ঢাকা পর্বে সবকটি ম্যাচ জিতেছিলো ঢাকা ডায়নামাইটস। উড়তে থাকা এই ঢাকাকেই সিলেট পর্বে মাটিতে নামিয়েছে রাজশাহী কিংস। শুক্রবার সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্য আর আন্দ্রে রাসেলের শেষ দিকের ঝড়ে জয়ের ধারায় ফিরেছে তারা। সিলেট সিক্সার্সকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস।

১৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে অধিনায়ক সাকিবের ব্যাটে জয়ের মঞ্চ গড়ে ঢাকা। ৪১ বলে ৮ চার আর ২ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। গড়ে দেওয়া মঞ্চের শেষটা ঝড়ো গতিতে করেন ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল। ২১ বলে ২ চার আর ৪ ছক্কায় ৪০ রান করে ১৭ ওভারের মাঝেই ম্যাচের ইতি ঘটান ওভার বাউন্ডারিতে। ঢাকা জয় পায় ৪ উইকেট হারিয়ে।
এর আগে জয়ের লক্ষ্যে খেলতে নামা ঢাকা ৩৭ রানে ৩ উইকেট হারালে ঢাকাকে জয়ের পথে ধরে রাখেন অধিনায়ক সাকিব। দলের পক্ষে সাকিব গড়েন ঝড়ো হাফসেঞ্চুরি।

আন্দ্রে রাসেলের ২১ বলে অপরাজিত ৪০ রানের ঝড়ো ইনিংস সহজ জয় এনে দিয়েছে ঢাকা ডায়নামাইটসকে টস জিতে ব্যাটিংয়ের শুরুটা করেছিলো সিলেট সিক্সার্স। অধিনায়ক ডেভিড ওয়ার্নার সিলেট পর্বের পরেই বিদায় নেবেন বিপিএল থেকে। তার আগেই জানিয়েছিলেন শেষ দুই ম্যাচ স্মরণীয় করে রাখতে চান দারুণ কিছু করে। ঝড়ো হাফসেঞ্চুরিতে সিলেটকে বড় সংগ্রহ পাইয়ে দিয়েছেন ৪৩ বলে ৬৩ রানের ইনিংস খেলে। ব্যক্তিগতভাবে স্মরণীয় কিছু করলেও সেই ভূমিকা কাজে আসেনি শেষ পর্যন্ত। তার ইনিংসে ছিলো ৮টি চার ও ১টি ছয়। তার ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটে ১৫৮ রানের সংগ্রহ দাঁড়ায় সিলেট।

ঢাকার পক্ষে তিনটি উইকেট নেন বার্চ, দুটি নেন সাকিব আল হাসান। একটি করে নেন সুনিল নারিন, আন্দ্রে রাসেল ও রুবেল হোসেন। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরা সাকিব আল হাসান।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনমনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে’
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই