X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ইতিহাস গড়তে আজ নামছে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৯, ১১:৩০আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১১:৩২

গোল উৎসব করছে আবাহনী। এএফসি কাপের ইন্টার জোন সেমিফাইনালে নিজেদের মাঠে ৪-৩ গোলে জিতে স্বপ্ন বাস্তবায়নে এক ধাপ এগিয়ে গেছে আবাহনী লিমিটেড। আজ  বুধবার অ্যাওয়ে ম্যাচে উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভের সঙ্গে ড্র করতে পারলেই ইন্টার জোন প্লে-অফ ফাইনালে প্রথমবার খেলার সুযোগ পাবে আবাহনী। আর তাতে দেশের ফুটবলে রচিত হবে নতুন ইতিহাস। রাজধানী পিয়ংইয়ং এর কিম ইল সাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বুধবার বিকাল ৩টায়।

অবশ্য অ্যাওয়ে এই ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই পিয়ংইয়ং গেছে আবাহনী লিমিটেড। যদিও সেখানকার সর্বশেষ পরিবেশ-পরিস্থিতি নিয়ে তেমন কিছুই জানা যাচ্ছে না দেশটির অভ্যন্তরীণ প্রতিবন্ধকতায়। আকাশি-হলুদ জার্সিধারী দলটির পর্তুগিজ কোচ মারিও লেমস ঢাকা ছাড়ার আগে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা করেছিলেন।

আগের মতোই রক্ষণ জমাট করে খেলার পক্ষপাতী আবাহনী কোচ। তবে এই ম্যাচে আবাহনী আগের চেয়ে শক্তি বৃদ্ধি করে খেলতে নামছে। কার্ড সমস্যার কারণে মিশরের ডিফেন্ডার আলা এলদিন নাসেরের ঢাকার ম্যাচে অভিষেক হয়নি। আজ এই ডিফেন্ডার মাঠে নামতে যাচ্ছেন। এছাড়া  মিডফিল্ডার মামুনুল ইসলামেরও একাদশে খেলার সুযোগ রয়েছে।তাই তো মারিও লেমস বলেছেন, ‘দুজন খেলোয়াড় দলে যোগ হওয়াতে আমাদের সুবিধা হয়েছে। আগের চেয়ে দলের শক্তি বৃদ্ধি পেয়েছে। ডিফেন্স লাইন ঠিক রেখে দল যদি প্রতি আক্রমণে উঠে খেলতে পারে। তাহলে এই ম্যাচেও আমাদের গোলের সুযোগ তৈরি হবে। আর জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামবো।’

তবে অ্যাওয়ে ম্যাচ যে জেতা সহজ হবে না তা বলেই দিয়েছেন লেমস। যদি স্বাগতিকরা ১-০ গোলে জেতে সেক্ষেত্রে আবাহনীকে বিদায় নিতে হবে। তাই সতর্ক অবস্থানে লেমস, ‘কোনও সংশয় নেই। এই ম্যাচটি আমাদের জন্য আরও কঠিন হবে। কারণ প্রতিপক্ষ শক্তিশালী দল। ঢাকায় তাদের পারফরম্যান্স ছিল দেখার মতো। তাদের মাঠে তারা জিতবে চাইবে।’

ঢাকার ম্যাচ জিতে জীবন-সানডেদের আত্মবিশ্বাস তুঙ্গে আছে। পর্তুগিজ কোচ বললেন তেমন কথাই, ‘ঢাকাতে জয় পেয়ে দলের মনোবল বেশ চাঙ্গা। আমরা ওই ম্যাচে চার গোল দিয়েছি। কিন্তু ওদের মাঠে হয়তো এই ধারাবাহিকতা ধরে রাখা কঠিন হবে। তবে আমরা ইন্টার জোন প্লে অফ ফাইনালে যেতে চাই। যার জন্য পিয়ংইয়ং এ ভালো ফল করতে হবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ