X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মৃত নানার বাজিতে ধনী ইংল্যান্ডের সেঞ্চুরিয়ান সিবলি

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০২০, ১৬:১৭আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৬:৩৭

সেঞ্চুরি উদযাপন ডম সিবলির। কেপটাউন টেস্টে ইংল্যান্ডের অন্যতম জয়ের নায়ক ওপেনার ডম সিবলি। প্রোটিয়াদের বিপক্ষে ইংলিশদের দ্বিতীয় টেস্ট জেতার পর থেকেই আলোচনায় তিনি। সিবলির পরিবারের জন্য আরও বিস্ময় অপেক্ষা করে ছিল। সেঞ্চুরি করার পরই তার পরিবার পেয়েছে  বাংলাদেশি মুদ্রায় ২৪ লাখ ২৪ হাজার ৩৭৫ টাকা (২৮ হাজার ৫০০ মার্কিন ডলার)।

শুধু এই সেঞ্চুরিটির জন্যই সিবলির পরিবারের এত অর্থ প্রাপ্তি? না, কারণটি আরও অদ্ভূত। এই অর্থযোগ সিবলির নানার বাজি খেলার কল্যাণে। যিনি মারা গেছেন ৯ বছর আগে!

নানা কেনেথ ম্যাকেঞ্জি নাতি ডম সিবলির ক্রিকেট প্রতিভা নিয়ে আশাবাদী ছিলেন ছোটবেলা থেকেই। তিনি বলে বেড়াতেন তার নাতি ইংল্যান্ডের হয়ে একদিন ক্রিকেট খেলবে এবং সেঞ্চুরি করবে । ইংল্যান্ডে বাজি ধরা বৈধ এবং নাতির মধ্যে অমিত সম্ভাবনা দেখে  তিনি সারের বেটিং সিন্ডিকেট উইলিয়াম হিলে দুটি বাজি ধরে বসেন মারা যাওয়ার ৪ মাস আগে ।  যার দর ছিল ১৫০/১ ও ৬৬/১।  শেষ পর্যন্ত সিবলি নানুর ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ দিয়েছেন নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষিক্ত হয়ে । যার অর্থ মিলেছে প্রোটিয়াদের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর পর পরই।

সারেতে থাকা ডম সিবলির পরিবার কিছুই জানতো না এই বাজির ব্যাপারে। উইলিয়াম হিলে যাওয়ার পরেই তারা জানতে পারে বিস্তারিত । ডমের মা ক্রিস্টিন সিবলি জানিয়েছেন, ‘বাবা সিবলির অর্জন দেখলে গর্বই করতেন। ওর এমন অর্জনের মুহূর্তে চোখে জল এসে গিয়েছিল।’

ডমের মা আরও বলেছেন, সিবলির বয়স যখন ৫ বছর, তাকে নিয়ে এই ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা কেনেথ, ‘ডমের যখন ৫ বছর বয়স, বাবা বলেছিলেন সে ইংল্যান্ডের হয়ে খেলবে। ও যখন অনূর্ধ্ব-৯ দলে খেলে বাবা তখন উইলিয়াম হিলে বাজির সম্ভাব্যতার বিষয়ে জানতে চেয়েছিলেন। এর কয়েক বছর পরেই বাবা বাজি ধরতে গিয়েছিলেন,  ওরা বাজিটি সম্মানের সঙ্গেই গ্রহণ করেছিল।’

উইলিয়াম হিলের এক মুখপাত্র জানিয়েছেন, ক্রিকেট নিয়ে বাজিতে এত বিশাল অর্থ প্রাপ্তি একটা রেকর্ড।

/এফআইআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস