X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপের সঙ্গে পাকিস্তান সফরের সম্পর্ক নেই!

স্পোর্টস ডেস্ক
১৬ জানুয়ারি ২০২০, ২৩:১৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২৩:১৮

নিজামউদ্দীন চৌধুরী। পাকিস্তানে জল্পনা চলছে, এশিয়া কাপের আয়োজক হওয়ার লোভে দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে অবশেষে পাকিস্তান সফর করতে রাজি হয়েছে বাংলাদেশ। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারও বলেছেন এমনটাই। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরীর দাবি, আসন্ন সফরের সঙ্গে এশিয়া কাপের কোনও সম্পর্ক নেই।

এবারের এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে গিয়ে খেলবে না ভারত। আবার বাংলাদেশও আসন্ন সিরিজের জন্য পাকিস্তানে যেতে শুরুতে রাজি ছিল না। কিন্তু বাংলাদেশ আচমকা রাজি হয়ে যাওয়াতেই বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন অনেকে। জোর গুঞ্জন, এশিয়া কাপের আয়োজক হতেই পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে বাংলাদেশ!

বিসিবির প্রধান নির্বাহী অবশ্য এসব গুঞ্জন উড়িয়ে বলেছেন এবার এশিয়া কাপ এমনিতেই হয়তো পাকিস্তানে হচ্ছে না। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে নিজামউদ্দীন চৌধুরী বলেছেন, ‘এশিয়া কাপের সঙ্গে বাংলাদেশের সিরিজের কোনো সম্পর্ক নেই। আইসিসি সভার ফাঁকে এশিয়া কাপের ভেন্যু নিয়ে আলোচনা হয়েছে। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও তারা হয়তো এবার তা আয়োজন করতে পারছে না। কারণ ভারত পাকিস্তান সফরে যাবে না।’

তবে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন পাকিস্তান হয়তো কিছু ম্যাচ পাকিস্তানে ও ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দিতে পারে। কিন্তু তেমনটি হলে আর্থিক ব্যয় বেড়ে যাবে, ‘পাকিস্তান অর্ধেক ম্যাচে ঘরের মাঠে ও ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু মালয়েশিয়া অথবা দুবাইয়ে আয়োজনের প্রস্তাব দিতে পারে। কিন্তু তা অবাস্তব মনে হয়, এর ফলে ব্যয় বেড়ে যাবে, টুর্নামেন্ট হবে দীর্ঘায়িত।’

এর পরেই নিজামউদ্দীন বলেছেন, পাকিস্তানে এশিয়া কাপ না হলে তা বাংলাদেশেই হওয়ার সম্ভাবনা আছে, ‘ওদের ওখানে এশিয়া কাপ না হোক, এমনটি কখনও চাইবে না পাকিস্তান। সেটি হলে তারা ৩ মিলিয়ন ডলার হারাবে। তবে ফেব্রুয়ারিতে এসিসির সভায় ভেন্যু নিয়ে আলোচনা হবে। আমরা যদি এই ইভেন্ট করতে চাই, পাকিস্তান সেই প্রস্তাবে রাজি হতেও পারে, আবার নাও পারে।’

/এফআইআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা