X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখাই লক্ষ্য পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২০, ১৯:৪৮আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২০:৩৫

সংবাদ সম্মেলনে কথা বলছেন বাবর আজম। টি-টোয়েন্টিতে গত বছর সাফল্যের দেখা পায়নি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল পাকিস্তান। গত বছর খেলা ১০টি ম্যাচে জয় মাত্র একটিতে! ভাগ্য বদলাতে অস্ট্রেলিয়া সিরিজে সরফরাজ আহমেদের বদলে অধিনায়ক করা হয় বাবর আজমকে। এর পরেও সাফল্য নেই পাকিস্তানের। শুক্রবার শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাই র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রাখাকেই লক্ষ্য বানিয়েছেন বাবর আজম।

গত বছর মাত্র একটি ম্যাচ জিতলেও র‌্যাঙ্কিংয়ের অবস্থানে তা প্রভাব পড়েনি পাকিস্তানের। টানা সাফল্যে দুই বছর ধরে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা তাদের দখলে। তবে দলটির সাম্প্রতিক ব্যর্থতায় দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে রেটিং পয়েন্টে ব্যবধান দাঁড়িয়েছে ১-এ! পাকিস্তান তাই বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচেও হারার মতো ভুল করতে চায় না। বাবর আজমের লক্ষ্য শুধু র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানের দিকেই, ‘আমরা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটা ধরে রাখতে চাই। তেমনটি তখনই সম্ভব, যখন আমরা সিরিজ জিততে পারবো।’

তাই শীর্ষ আসন ধরে রাখতে সতীর্থদের শতভাগের চেয়েও বেশি দিতে বলেছেন বাবর, ‘আপনি যখন র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটা ধরে রাখতে চাইবেন, তখন তা হয়ে দাঁড়ায় বাঁচা-মরার লড়াই। আমরা সেভাবেই পরিকল্পনা করেছি। দলের সবাইকে বলেছি, র‌্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটা ধরে রাখতে আমাদের ১১০ ভাগ দিতে হবে।’

পুরনো ছন্দ ফিরে পেতে অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিককে দলে ভিড়িয়েছে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম মনে করেন তাদের দলে থাকা ভীষণভাবে সহায়তা করবে পাকিস্তানকে, ‘তাদের দলে অন্তর্ভুক্ত করায় নির্বাচকদের আমি ধন্যবাদ জানিয়েছে। দুজনেই অনেক অভিজ্ঞ খেলোয়াড়, এটা আমাদের সহায়তা করবে।’

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে কাল শুক্রবার। সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা