X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

জামাল ভূঁইয়াকে নিতে চায় কলকাতা মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২০, ২২:৩৭আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ০১:৩৮

কোচ জেমি ডের সঙ্গে জামাল                    -ফাইল ছবি গতবছর বিশ্বকাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে তাদের মাঠে খেলার পর থেকেই আলোচনায় আছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তখনই শোনা গিয়েছিল যে ভারতের পেশাদার ফুটবল লিগ আই-লিগে খেলার প্রস্তাব এসেছে তার কাছে। কিন্তু পরে আর কোনও অগ্রগতি হয়নি। এবার আবারও জামালকে ঘিরে আলোচনা শুরু হয়েছে।

তবে এবারের আলোচনার ভালো ভিত্তি আছে। ভারতের আই লিগে ফিরে আসা ঐতিহ্যবাহী কলকাতা মোহামেডান আগামী মৌসুমে খেলার জন্য প্রস্তাব দিয়েছে জামাল ভূঁইয়াকে।

কলকাতা মোহামেডানের সচিব ওয়াসিম আকরাম বাংলা ট্রিবিউনকে শুক্রবার রাতে ফোনে বলেছেন,‘হ্যাঁ, আমরা বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে প্রাথমিক আলোচনা করেছি। আমি নিজেই ওর সঙ্গে কথা বলেছি ওকে দলে খেলানোর বিষয়ে। তবে এখনও অনেক বিষয় নিয়ে আলোচনা বাকি আছে। বিষয়টি কীভাবে চাউর হলো বুঝতে পারছি না।’ জামালের সঙ্গে দুপুর থেকে এই বিষয়ে যোগাযোগ করা হয়। তবে বাংলাদেশ দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার ফোন ধরেননি, খুদে বার্তারও উত্তর দেননি। তার বর্তমান ক্লাব সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন চৌধুরী অবশ্য বলেছেন, ‘আমরা এ বিষয়ে কিছুই জানি না। জামালের সঙ্গে একঘন্টা আগেও কথা হয়েছে। সে এই বিষয়ে কিছুই বলেনি।’

দীর্ঘ কয়েক বছর পর আই লিগে ফিরেছে কলকাতা মোহামেডান। তারা এবার ভালো দল গড়তে যাচ্ছে। সে জন্যই তারা বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে নেওয়ার কথা ভাবছে।

বাংলা ট্রিবিউন অনেক রাতে জামাল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সমর্থ হয়। বাংলা ট্রিবিউনকে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘তাদের কাছ থেকে (কলকাতা মোহামেডান) সত্যিকার অর্থে কখনও কোনও প্রস্তাব পাইনি। তবে অনেক ভারতীয় ক্লাবই আমার ব্যাপারে জানতে চেয়েছে।’

কলকাতা মোহামেডানের সচিবের সঙ্গে তার কথা প্রসঙ্গে একটু অবাকই হয়েছেন জামাল, ‘উনি কে? উনার সঙ্গে আমার কোনও কথা হয়নি। তাছাড়া কারও সঙ্গেই আমি কথা বলিনি।’ 

 

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
শেষ মুহূর্তে রেফারিদের ‘বয়কট’ প্রত্যাহার, মোহামেডান ও কিংসের ড্র
শেষ মুহূর্তে রেফারিদের ‘বয়কট’ প্রত্যাহার, মোহামেডান ও কিংসের ড্র
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
দুই গোলে এগিয়ে থেকেও মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ
দুই গোলে এগিয়ে থেকেও মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
পুলিশের ইমিগ্রেশন কর্মকর্তা প্রত্যাহার, দুই জন বরখাস্ত
আবদুল হামিদের দেশত্যাগপুলিশের ইমিগ্রেশন কর্মকর্তা প্রত্যাহার, দুই জন বরখাস্ত