X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কাউকে না কাউকে এগিয়ে আসতেই হবে: তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২০, ১৭:২৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৭:৩৩

ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল                      -বিসিবি হারের বৃত্তে আটকে আছে ফরচুন বরিশাল। নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহীর বিপক্ষে ৫ উইকেটে জিতেছিল দলটি। এরপর আরও তিনটি ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি। এক তামিম ইকবাল ছাড়া কেউই ব্যাট হাতে দারুণ কিছু করতে পারছেন না। ফলের হারের বৃত্তটা ভাঙা দূরে থাক, উল্টো সেটি আরও বড় হচ্ছে। তামিম মনে করেন ম্যাচ জিততে পুরো দলকে বাড়তি কিছু করতেই হতো। কিন্তু সেটি না হওয়াতেই এমন ভাবে হারতে হচ্ছে।

শুক্রবার খুলনার বিপক্ষে ফিরতে লেগেও হেরেছে বরিশাল। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই প্রতিপক্ষকে হারিয়ে ৪৮ রানের দারুণ এক জয় তুলে নিয়েছে খুলনা। বরিশালের অধিনায়ক তামিম ইকবাল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এভাবে হারাটা কখনই ভালো অনুভূতির হতে পারে না। আমি মনে করি বোলিং ইউনিটে আমরা কিছু ভুল করেছি। আমরা বেশ কিছু বাউন্ডারি এবং কিছু ওয়াইড দিয়েছি। তাদের ১৫০-এর নিচে আটকে দেওয়া গেলে আমাদের জন্য দারুণ একটা সুযোগ তৈরি হতো। প্রথম ছয় ওভার পর্যন্ত আমরা ঠিক পথেই ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত পারিনি।’

তামিম কাউকে দোষারোপ করতে চান না, তার চোখে দল হিসেবে খেলতে পারছে না বরিশাল, ‘ আপনি যখন জিতবেন না তখন দোষারোপ করাটা সহজ। আমাদের দলে ভালো ভালো খেলোয়াড় আছে। কিন্তু দল হিসেবে আমরা ক্লিক করতে পারছি না।’ খুব বেশি অভিজ্ঞ ক্রিকেটার না থাকলেও তরুণ প্রতিভাবানদের নিয়েই দল গড়েছিল ফরচুন বরিশাল। তাসকিন-আফিফ-মেহেদী-সুমন-সাইফ-আমিনুল-পারভেজদের নিয়ে গড়া দলটিকেই নেতৃত্ব দিচ্ছেন তামিম। দলে প্রতিভার ছড়াছড়ি থাকলেও  টু্র্নামেন্ট শুরুর আগে বরিশালের অধিনায়ক বলেছিলেন, নির্ভরযোগ্য ক্রিকেটারের অভাববোধ করছেন, ‘আমাদের পক্ষে ফল পেতে হলে সবাইকে দায়িত্ব নিতে হবে। আমার দলের আউট অব দ্য বক্স কিছু করতে হবে, না হলে কঠিন আমাদের জন্য।’

শুক্রবার ম্যাচ হেরে সেই কথাই মনে করিয়ে দিলেন তামিম, ‘সর্বশেষ পাঁচ ম্যাচেই একই ঘটনা ঘটেছে। সবকিছুর জন্য আপনি দু-তিনজনকে দোষারোপ করতে পারবেন না। কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। আপনি অন্য দলগুলোর দিকে দেখুন, তারা প্রথম ম্যাচ থেকেই ভালো খেলছে। আমি মনে করি আমাদের দলে আমরা এই জিনিসটা মিস করছি। আফিফ, ইরফানরা জ্বলে উঠতে পারছে না। টুর্নামেন্ট শুরুর আগে আমি বলেছিলাম আমাদের স্কোয়াডে কিছুটা লিমিটেশন আছে। কিন্তু ম্যাচ জিততে আমাদের যে ধরনের খেলোয়াড় আছে, তাদের আউট অব দ্য বক্স খেলতে হবে। দুর্ভাগ্যক্রমে এই মুহূর্তে আমরা তেমনটা খেলতে পারছি না।’

/আরআই/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজকের আবহাওয়া: ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে স্কটল্যান্ড, শ্রীলঙ্কা
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান