X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নির্বাচকদের নজরে আছেন নাসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৩, ০২:২৬আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ০২:২৮

বিপিএলে বিদেশিদের সঙ্গে সমান তালে লড়াই করছেন স্থানীয় ক্রিকেটাররা। শীর্ষ পাঁচ সেরা রান সংগ্রাহকের তালিকাতে আছেন তিন বাংলাদেশি। এই তিন জনের মধ্য অন্যতম নাসির হোসেন। উশৃঙ্খল জীবনযাপন, ইনজুরি, অফফর্ম– সবকিছু মিলিয়ে নাসির ছিলেন অন্ধকারে। বিপিএল তাকে আলোতে নিয়ে আসলো। ঢাকা ডমিনেটরস দল হিসেবে ভালো না করলেও অধিনায়ক নাসিরের সময়টা যাচ্ছে দুর্দান্ত। ৬ ম্যাচে ২৬৯ রান করে শীর্ষ রান সংগ্রাহকের তালিকার দুই নম্বরে এই স্পিনিং অলরাউন্ডার। নাসিরের এমন পারফরম্যান্সের পর নির্বাচকরাও তাকে নজরে রাখছেন।

৩৬*, ৪৪, ৩০, ৩৯, ৬৬* ও ৫৪* বিপিএলে নাসিরের রান। প্রতি ম্যাচে নিজেকে ছাড়িয়ে যাওয়ার মিশনে নামা নাসির বেশ ভালোভাবেই সফল হচ্ছেন। ১৩১.২১ স্ট্রাইক রেটে ৮৯.৬৬ গড়ে নাসির করেছেন ২৬৯ রান। শুধু ব্যাট হাতেই নন, বল হাতে নিয়েছেন ৯ উইকেট।

লম্বা সময় পর খেলতে নেমে নাসিরের এমন পারফরম্যান্সে মুগ্ধ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘অনেক দিন পর এসে খেলছে নাসির। ভালো খেলছে। তাকে আগে খেলতে দিন। স্থির হতে হবে। অনেকদিন পর এসে পারফর্ম করা একটা বিরাট ব্যাপার একজন খেলোয়াড়ের জন্য। কামব্যাক করেছে। ধারাবাহিকভাবে এই প্রক্রিয়ায় থাকলে অবশ্যই বিবেচনা করা হবে।’

নাসিরের পাশাপাশি সাকিব-তামিমরাও ভালো করছেন। সাকিব ব্যাট হাতে দুর্দান্ত। এখন পর্যন্ত শীর্ষ রান সংগ্রাহক। ৬ ম্যাচে সাকিবের রান ২৭৫। তামিম শুরুর তিন ম্যাচে রান না পেলেও শেষ দুই ম্যাচে পেয়েছেন। ৫ ম্যাচে তার রান ১৫৩। সাকিব-তামিম রান পাওয়াতে দারুণ খুশি নান্নু বললেন, ‘সেরা খেলোয়াড়দের পারফরম্যান্স দেখতে সব সময় ভালো লাগে। আমি উপভোগ করছি, যথেষ্ট ভালো লাগছে।’

শুধু শীর্ষ ব্যাটারদের পারফরম্যান্স নয়। চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলের ব্যাট-বলের লড়াইয়ে খুশি প্রধান নির্বাচক। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ভালো ক্রিকেট হয়েছে। এক্সসাইটিং ক্রিকেট! বেশ কিছু পারফর্মার আমরা দেখেছি। অনেকজনই আছে, সব বিভাগেই দেখা হচ্ছে।’ 

 

/আরআই/এমএএ/
সম্পর্কিত
মিলারকে নিয়ে আকরাম মিথ্যাচার করছে: ফরচুন বরিশাল
কোটি টাকার লোভনীয় প্রস্তাবে বিয়ে পিছিয়ে বিপিএল খেলেছেন মিলার!
বিপিএল চ্যাম্পিয়ন বরিশালকে নগদের ২০ লাখ টাকার পুরস্কার
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া