X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

জয়ের ধারায় ফিরলো বরিশাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৬, ২১:৪৭আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ২২:২০

জয়ের ধারায় ফিরলো বরিশাল বিপিএলে নিজেদের একাদশ ম্যাচে চতুর্থ জয় দিয়ে পয়েন্ট তালিকার সর্বনিম্ন স্থান থেকে কুমিল্লা ভিক্টোরিয়ানসের উপরে অবস্থান নিল বরিশাল বুলস। আগে ব্যাট করে ১৬১ রান করা বরিশাল এদিন রাজশাহী কিংসকে সাত উইকেটে ১৪৪ রানে থামিয়ে দেয়। আর তাতে পায় ১৭ রানের জয়। এরমধ্য দিয়ে জয়ের ধারায় ফিরলো বরিশাল।   

রান তাড়া করতে নেমে আগের মতো এদিনও বড় রান আসেনি রাজশাহী ওপেনার নুরুল হাসান সোহানের ব্যাট থেকে। বামহাতি স্পিনার মনির হোসেনের বল ব্যাকফুটে খেলতে গিয়ে ১২ রানে লেগ বিফোর হন তিনি।

ওয়ান ডাউনে নামা সাব্বির রহমান আগের ম্যাচে করেছিলেন আট রান। আজও আট রানে বিদায় নেন তিনি। নিজের খেলা প্রথম বলটিতে মনির হোসেনকে দারুণ টাইমিংয়ে সুইপ করে চার মারেন। তবে কিছুক্ষণ পর রায়াড এমরিটকে পুল করতে গিয়ে মিডঅফে ডেভিড মালানের হাতে ধরা পড়েন।

এরপর বিদায় নেন মমিনুল হকও। বোলার্স ব্যাক ড্রাইভ খেলতে গিয়ে তিনি বোলার এনামুল হকের হাতেই বল জমা দেন। দলকে ১৬ বলে ১৬ রান দেন তিনি।

এরপরেই দীর্ঘদিন পর মাঠে দেখা যায় সাবেক জাতীয় আপার অর্ডার রাকিবুল হাসানকে। যদিও ছন্দহীন ছিলেন তিনি। ১৩ বলে ৯ রান করে তিনি থিসারা পেরেরার বল পুল করতে গিয়ে তুলে দেন আকাশে। সোজা ওঠা বল গ্লাভসে নিতে কষ্ট পেতে হয়নি মুশফিকুর রহিমের।

এরপরেই দলের দায়িত্ব এসে পড়ে ইংলিশ ব্যাটসম্যান সামিত প্যাটেল ও নিউজিল্যান্ড অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিনের ওপর। এসময় আস্কিং রান রেট প্রতি ওভারেই বাড়তে থাকে। শেষ চার ওভারে ৫৪ রান দরকার ছিল রাজশাহীর। কিন্তু ১৭ ওভারের চতুর্থ বলে মিডঅফে থিসারা পেরেরার হাতে ধরা পড়ে কামরুল ইসলাম রাব্বির প্রথম শিকার হন জেমস ফ্র্যাঙ্কলিন।  তার বিদায়ের পর ক্রিজে আসেন রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামি। সামিত প্যাটেলকে মেরে খেলতে বলেন তিনি। সামিতও তাই করছিলেন; যদিও সবকিছু মাটি করে দেন রায়াড এমরিট। আরও একটি বিগ হিট খেলতে গিয়ে সীমানার কাছে শাহরিয়ার নাফিসের হাতে ধরা পড়েন। ৫১ বলে সাতটি চার ও একটি ছয়ে ৬২ রান করে সাজঘরে ফেরেন সামিত। এই ওভারেরই পঞ্চম বলে এমরিট ফিরিয়ে দেন চার রান করা ফরহাদ রেজাকে। ২৭ রানে তিন উইকেট নিয়ে তিনি ছিলেন সেরা বোলার।

থিসারা পেরেরার করা শেষ ওভারে রাজশাহীর জয়ের জন্য দরকার ছিল ২৮ রান। ড্যারেন স্যামি এই ওভারে দশ রান করেন, মেহেদী হাসান মিরাজকে তিনি স্ট্রাইকে আসতেই দেননি। একই সঙ্গে শেষ তিনটি বলে রানও করতে পারেননি।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?