X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ছিটকে গেলেন পেসার শফিউল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৮

ছিটকে গেলেন পেসার শফিউল

হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত পেসার শফিউল ইসলাম।

খুলনা টাইটানসের জার্সিতে দুর্দান্ত সময় কাটাচ্ছিলেন পেসার শফিউল ইসলাম।  সেই দুর্দান্ত সময় কেড়ে নিলো ইনজুরি।  যার কারণে বুধবার রাজশাহী কিংসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে খেলা হচ্ছে না অভিজ্ঞ এই পেসারের। এতে করে খুলনা টাইটানসের শক্তি কিছুটা হলেও কমে গেলো। শুধু তাই নয় নিউজিল্যান্ড সফরেও অনিশ্চিত হয়ে পড়লেন তিনি।

মঙ্গলবার ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন তিনি। তাতে কমপক্ষে দুই-তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে শফিউলকে। ওই ম্যাচে ফিল্ডিং করতে গিয়েই মূলত চোট পান। 

শফিউলের ইনজুরি নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা দেখিনি। ও বিশ্রামে আছে। এমআরআই রিপোর্ট করিয়েছে। আমরা অফিসিয়াল রিপোর্টের অপেক্ষায় আছি। এমনিতে হ্যামস্ট্রিংয়ের ইনজুরি। আর হ্যামস্ট্রিংয়ের অল্প ইনজুরি হলে দু্ই-তিন সপ্তাহ লেগে যাবে। আমি যেটা আন-অফিসিয়াল শুনেছি তাতে হ্যামস্ট্রিং স্ট্রেইন আছে। এটা হলে কমপক্ষে তিন সপ্তাহ লাগবে।’

এদিকে নিজের ইনজুরি প্রসঙ্গে শফিউল বলেছেন, ‘শেষ ম্যাচটা খেলার সময় ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছি। হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছে, ব্যথা আছে। আজ এমআরআই করিয়েছি। রিপোর্ট এখনো আসেনি। আজ রাজশাহীর বিপক্ষে খেলতে পারছি না। নিউজিল্যান্ড সিরিজে কী হবে-এটা এখনোই বলা যাচ্ছে না।’

শফিউল ইনজুরিতে পড়ায় নতুন কাউকে নিয়ে ভাবতে হবে নির্বাচকদের। সূত্রমতে জানা গেছে, পেসার কামরুল ইসলাম রাব্বিই নির্বাচকদের প্রথম পছন্দ!

চলতি আসরে অসাধারণ পারফরম্যান্স করেছেন শফিউল। ১৩ ম্যাচ থেকে তুলে নিয়েছিলেন ১৮ উইকেট। সেই হিসেবে নিউজিল্যান্ড সফরে তাকে নিয়ে ভালো কিছু করার প্রত্যাশা করেছিলেন নির্বাচকরা।

শফিউলের আগে ইনজুরির কারণে বিপিএল ও নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন ঢাকার পেসার মোহাম্মদ শহীদ। ২৬ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে ডান হাঁটুতে চোট পান তিনি। তার জায়গায় পরবর্তীতে দলে সুযোগ পান রংপুর রাইডার্সের হয়ে খেলা পেসার রুবেল হোসন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
ভারতের উত্তরপ্রদেশে কংগ্রেস অফিসে হামলা, গাড়ি ভাঙচুর
এই ৫ কথা প্রকাশ্যে না আনাই ভালো
এই ৫ কথা প্রকাশ্যে না আনাই ভালো
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ৯ জুলাই
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন ৯ জুলাই
দুই বছর পর আবার একসঙ্গে...
দুই বছর পর আবার একসঙ্গে...
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?