X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে হারাতে পারল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৩

ম্যাচসেরা অ্যাডাম জাম্পা নিয়েছেন ৩ উইকেট নিজেদের মাঠেই অস্ট্রেলিয়া হেরে চলেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। ব্যর্থতা বৃত্ত ভেঙে অবশেষে জয়ের দেখা পেয়েছে স্বাগতিকরা। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে লঙ্কানদের ৪১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

প্রথম দুই ওয়ানডে হেরে অ্যাডিলেড ওভালে নেমেছিল অস্ট্রেলিয়া। সম্মানরক্ষার লড়াইয়ে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ১৮৭ রান। জবাবে ১৮ ওভারে শ্রীলঙ্কা অলআউট হয়ে যায় ১৪৬ রানে। তাতে ৪১ রানে ম্যাচ হারলেও সিরিজটা কিন্তু জিতে নিয়েছে সফরকারীরাই। প্রথম দুই ম্যাচ জেতায় লঙ্কানরা তিন ম্যাচের সিরিজটি জিতেছে ২-১ ব্যবধানে।

হারের হতাশা কাটিয়ে উঠতে অস্ট্রেলিয়া শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। উদ্বোধনী জুটিতে ৮.৩ ওভারে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও মাইকেল কিলিঙ্গার যোগ করেন ৭৯ রান। দুজনই পূরণ করেন হাফসেঞ্চুরি। কিলিঙ্গার ৪৩ বলে ৬ চার ও ১ ছক্কায় খেলেন ৬২ রানের ইনিংস। আর ফিঞ্চ ৩২ বলে করেন ৫৩ রান, যাতে ছিল ৫টি চার ও ৩টি ছক্কার মার। তাদের পর বেন ডাঙ্ক (২৮) ও ট্রাভিস হেডের (৩০) কার্যকরী দুটো ইনিংসের ওপর ভর দিয়ে অস্ট্রেলিয়া ১৮৭ রান জমা করে স্কোরে।

জবাব দিতে নেমে জেমস ফকনার ও অ্যাডাম জাম্বার বোলিংয়ে সুবিধা করতে পারেনি ফর্মে থাকা শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ান এই দুই বোলারই নিয়েছেন ৩টি করে উইকেট। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন ওপেনার দিলশান মুনাবিরা। আর ৩৫ রান আসে মিলিন্দা সিরিবর্ধনের ব্যাট থেকে। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস