X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশের শেষ প্রস্তুতি

রবিউল ইসলাম, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
২১ মার্চ ২০১৭, ২১:৪৯আপডেট : ২১ মার্চ ২০১৭, ২১:৫৫

পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের সঙ্গে মাশরাফি ওয়ানডে সিরিজ শুরু ২৫ মার্চ, তার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ টাইগারদের সামনে। বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে শ্রীলঙ্কান বোর্ড একাদশের মুখোমুখি হবে মাশরাফিরা।

শ্রীলঙ্কান বোর্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাশরাফির খেলা শতভাগ নিশ্চিত। সেই সঙ্গে প্রস্তুতি ম্যাচের জন্য ঢাকা থেকে উড়িয়ে আনা আবুল হাসান রাজু ও সাইফউদ্দিনও খেলবেন এই ম্যাচে। নুরুল হাসান সোহান-সানজামুল ইসলাম-শুভাগত হোমদের সঙ্গে সৌম্য-ইমরুলও খেলবেন বলে জানা গেছে। তবে মুস্তাফিজ-শুভাশিষ কিংবা সাকিব-তামিমদের খেলার খুব একটা সম্ভাবনা নেই। যদিও টেস্ট অধিনায়ক মুশফিকের খেলার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার প্রেমাদাসা স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচের আগের দিন অনুশীলন করেছে বাংলাদেশ। সাকিব-তামিমকে ছাড়া পুরো দল নিয়েই এদিন অনুশীলন করেছেন হাথুরুসিংহে। অনুশীলনে ফিল্ডিং বিভাগকে গুরুত্ব দেওয়া হয়েছে সবচেয়ে বেশি। প্রত্যেককে আলাদা আলাদা করে লং ক্যাচ, গ্রাউন্ড ফিল্ডিং, ক্লোজ ক্যাচ অনুশীলন করিয়েছেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেল। সব মিলিয়ে ওয়ানডে সিরিজের আগে খেলোয়াড়রা সবাই ভীষণ গুরুত্ব দিয়েই অনুশীলন করেছেন।

শুভাগত-মাহমুদউল্লাহকে নিয়ে বাড়তি কাজ করেছেন ব্যাটিং কোচ সামারাবিরা। তবে সবকিছু ছাপিয়ে ফিল্ডিং অনুশীলনটাই মঙ্গলবার গুরুত্ব পেয়েছে।

আগামী ২৫ মার্চ থেকে লঙ্কানদের বিপক্ষে শুরু হওয়া তিনটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। যার প্রথম দুটি হবে ডাম্বুলাতে। শেষ ম্যাচটি কলম্বোতে।

অনুশীলন ম্যাচটিতে বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দলই গড়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। অলরাউন্ডার মিলিন্দা সিরিবর্ধনেকে অধিনায়ক করে ঘোষিত দলটির বেশিরভাগই রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অজ্ঞিতা। শ্রীলঙ্কার ওয়ানডে দলে জায়গা পাওয়া ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, থিসারা পেরেরা রয়েছে স্কোয়াডে। ধনাঞ্জয়া তো খেলেছেন কলম্বো টেস্টেও।

একাদশের বেশ কয়েকজনই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ঢাকা লিগে খেলেছেন। সেই সুবাদে বাংলাদেশের ক্রিকেটারদের খেলা সম্পর্কেও খুব ভালো জানা তাদের। সব মিলিয়ে বাংলাদেশের জন্য ভালো ‍সুযোগ প্রস্তুতি ম্যাচটিতে নিজেদের ঝালিয়ে নেওয়ার।

অনুশীলনের ফাঁকে বাংলাদেশের খেলোয়াড়রা বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, সানজামুল ইসলাম, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, আবুল হাসান রাজু ও সাইফউদ্দিন।

শ্রীলঙ্কা বোর্ড একাদশ: মিলিন্দা সিরিবর্ধনে (অধিনায়ক), কুশল পেরেরা, দিলশান মুনাবিরা, সানদান বিরাকোডি, ধনাঞ্জয়া ডি সিলভা, চতুরাঙ্গা ডি সিলভা, থিসারা পেরেরা, লাহিরু মাদুসানকা, দাসুন শানাকা, আকিলা ধনাঞ্জয়া, সচিথ পাথিরানা, বিনুরা ফার্নান্দো।

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
উপজেলা নির্বাচনপ্রথম ধাপের প্রার্থীদের ৫৬ শতাংশই ব্যবসায়ী: টিআইবি
বিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র