X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ডাম্বুলার ইতিহাস বদলানোর মিশন বাংলাদেশের

রবিউল ইসলাম, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৪ মার্চ ২০১৭, ২৩:৩০আপডেট : ২৪ মার্চ ২০১৭, ২৩:৩০

ডাম্বুলার ইতিহাস বদলানোর মিশন বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ, এবার ওয়ানডে সিরিজ শুরুর অপেক্ষা। শনিবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় ডাম্বুলার রঙ্গিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে মাশরাফিরা। ম্যাচটি সরাসরি দেখা যাবে চ্যানেল নাইন ও টেন থ্রি চ্যানেলে।

সিরিজ শুরুর আগে পরিসংখ্যান এগিয়ে রাখছে স্বাগতিকদের। কিন্তু শততম টেস্ট জিতে ফুরফরে মেজাজে থাকা বাংলাদেশ পাল্টে দিতে চায় সব হিসাব। ওয়ানডে ক্রিকেটে গত কিছুদিনের পারফরম্যান্স আত্মবিশ্বাস জোগাচ্ছে টাইগারদের।

ডাম্বুলাতে বাংলাদেশর কোনও সুখস্মৃতি নেই। এই মাঠে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে তিনটি ম্যাচ, যার সবক’টিতে বড় ব্যবধানে হেরেছে। এই মাঠে সর্বোচ্চ রান সংগ্রহ করেছে পাকিস্তান (৩৮৫), তাও আবার বাংলাদেশের বিপক্ষে ২০১০ সালে এশিয়া কাপে! ম্যাচটিতে বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে আফ্রিদি-ঝড়ে ৩৮৫ রান তোলে পাকিস্তান। ওই টুর্নামেন্টেই শ্রীলঙ্কা করেছিল ৩১২, যা রঙ্গিরির দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ, দুর্ভাগ্যক্রমে এটাও বাংলাদেশের বিপক্ষেই।

মাশরাফি অবশ্য ডাম্বুলার পরিসংখ্যান বদলে দেওয়ার ঘোষণাই দিলেন, ‘আমরা এখানে এশিয়া কাপ খেলেছিলাম। তখন বাজে ক্রিকেট খেলেছি। যদিও সবসময় আমরা সেরাটাই খেলতে চাই। এবার প্রথম থেকেই আমরা নিজেদের সেরাটা খেলার চেষ্টা করব।’

অন্যদিকে শ্রীলঙ্কার সাম্প্রতিক ওয়ানডে ফলাফল খুবই বাজে। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলোই বাজেভাবে হেরেছে। শনিবার তাই বাংলাদেশকে দিয়েই ভাগ্য বদলাতে চায় লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা। শুক্রবার তিনি বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচটি হেরে আমরা হতাশ। কিন্তু ওয়ানডে ভিন্ন ফরম্যাটের খেলা। এটা নতুন সিরিজ। দক্ষিণ আফ্রিকা সিরিজের ভুল শুধরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে শক্তভাবে ফেরার এটাই সেরা সুযোগ।’

ডাম্বুলাতে শুক্রবার একটি মাত্র অনুশীলন সেশন পেয়েছে মাশরাফিরা। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত কৃত্রিম আলোতে অনুশীলন করেছেন মুশফিক-সাকিবরা। দলের সব ব্যাটসম্যানই কমপক্ষে দুইবার করে সেন্ট্রাল উইকেটের পাশের দুটি উইকেটে ব্যাটিং অনুশীলন করেছেন। সবাই ওভার দ্য টপ খেলে ম্যাচের মতো অনুশীলন করেছেন। দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম একবার-দুইবার নয়, চারবার নেটে ব্যাটিং অনুশীলন করেছেন।

শুধু ব্যাটিং-বোলিং অনুশীলনেই সীমাবদ্ধ থাকেনি বাংলাদেশ; গত কয়েক সিরিজ ধরে যে ফিল্ডিংয়ের কারণে বাংলাদেশ সবচেয়ে ভুগেছে, সেটা কাটিয়ে উঠার চেষ্টায় ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল ক্রিকেটারদের কঠোর অনুশীলন করালেন। শেষ মুহূর্তে মাঠের চারদিকে বাউন্ডারি রোপের কাছাকাছি দাঁড় করিয়ে লং ক্যাচিং অনুশীলনও করালেন।

সব মিলিয়ে কোচ হাথুরুসিংহে তার শিষ্যদের জন্য নানা পরিস্থিতি তৈরি করে অনুশীলন করিয়েছেন। ম্যাচের যে কোনও মুহূর্তে যাই ঘটুক না কেন, খেলোয়াড়রা যেন তার জন্য প্রস্তুত থাকে। প্রথম ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে নিশ্চত করেই বলা যায় পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ।

দুই দল মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত ৩৮টি ওয়ানডে খেলেছে। এর মধ্যে মাত্র ৪টিতে জয় পেয়েছে টাইগাররা। একটি খেলা হয়েছে পরিত্যক্ত। বাকি ৩৩ ম্যাচে জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে শ্রীলঙ্কা। পরিসংখ্যানের এই হিসাব পাল্টানোর মিশনে শনিবার মাঠে নামবে বাংলাদেশ।

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
‘দরিদ্ররা সরকারি স্বাস্থ্যসেবার ২০ শতাংশও ভোগ করতে পারে না’
‘দরিদ্ররা সরকারি স্বাস্থ্যসেবার ২০ শতাংশও ভোগ করতে পারে না’
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ