X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

এটাই বাংলাদেশের সেরা দল: দুর্জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৭, ২১:২৩আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ২১:২৩

নাইমুর রহমান দুর্জয়
২০১৫ বিশ্বকাপ থেকে ওয়ানডেতে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স। ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা সিরিজ জিতে টাইগাররা যে আত্মবিশ্বাস পেয়েছিল, তার প্রতিফলন দেখা গেছে সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরে। মাশরাফির দলের অগ্রযাত্রায় নাইমুর রহমান দুর্জয় মুগ্ধ। অভিষেক টেস্ট অধিনায়কের বিশ্বাস, বর্তমান দলটিই বাংলাদেশের সর্বকালের সেরা।

সামনেই টাইগারদের ‘অগ্নিপরীক্ষা’। আগামী মাসে স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ, তারপর ইংল্যান্ডের মাটিতে ওয়ানডের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ট্রফির লড়াই। কিছুটা প্রতিকূল কন্ডিশনে কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়াতে হবে বাংলাদেশকে।

তবে যত কঠিন পরীক্ষাই হোক, দুর্জয়ের শতভাগ আস্থা আছে মাশরাফি-সাকিব-তামিমদের ওপরে। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে বিসিবির পরিচালক বর্তমান দলকে সেরা দলের ‘সার্টিফিকেট’ দিয়ে  বললেন, ‘যদি ম্যাচের হিসেব এবং অভিজ্ঞতা বিবেচনা করে দেখেন, তাহলে আমি বলব অবশ্যই এটা সেরা দল। বর্তমান দলের ৫-৬ জন খেলোয়াড়ের ম্যাচ সংখ্যা দেড়শ’র কাছাকাছি। এমনকি এর চেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটারও দলে রয়েছে। তাদের অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগবে।’

গত কিছু দিনের সাফল্যের কারণে প্রত্যাশার চাপ থাকবে দলের ওপরে। দুর্জয়ের মতে, চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করতে হলে জ্বলে উঠতে হবে সিনিয়রদের, ‘প্রত্যাশা তো থাকবেই। ইংল্যান্ডে আমরা অনেক দিন পর সফর করব। দলের বেশিরভাগ খেলোয়াড় ফর্মে থাকলে অনেক কিছুই সম্ভব। আমরা সেদিক থেকে এগিয়ে আছি। আমাদের মূল খেলোয়াড়রা ফর্মে আছে, আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেটে তারা ভালো করছে।’

ইংল্যান্ডের উইকেটগুলো সাধারণত পেস-বান্ধব। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড দলের পেস আক্রমণ শক্তিশালী। দুর্জয় অবশ্য আশার বাণীই শোনাচ্ছেন, ‘ইংল্যান্ডে খেলা হলেও টুর্নামেন্টটি আইসিসির। এ ধরনের টুর্নামেন্টের উইকেট সাধারণত স্পোর্টিং কিংবা ব্যাটিং-বান্ধব হয়। আর তা হলে আমাদের জন্য সুবিধাই হবে। আমাদের দলে স্ট্রোক খেলতে পারদর্শী বেশ কয়েকজন ব্যাটসম্যান আছে। স্পিনাররাও ভালো সাহায্য পাবে সেখানে।’

তবে ভালো ফলের জন্য ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই জ্বলে ওঠা যে জরুরি, সে কথা জানাতেও ভোলেননি বাংলাদেশের অভিষেক টেস্টে ৬ উইকেট নেওয়া সাবেক অলরাউন্ডার, ‘ওই ধরনের কন্ডিশনে আমাদের বেশিরভাগ সাফল্য এসেছে পেসারদের মাধ্যমে। জিততে হলে তিন বিভাগেই আমাদের ভালো খেলতে হবে। একটা বিভাগের আলাদা করে দায়িত্ব নেওয়ার কোনও সুযোগ নেই।’

ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে মাত্র একবার হারালেও নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের দারুণ সাফল্য। গত ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল মাশরাফির দল। কিউইদের দু-দুবার হোয়াইটওয়াশ করার কথাও সবার জানা। এসব পরিসংখ্যানই আশা জাগাচ্ছে দুর্জয়ের মনে, ‘সত্যি কথা বলতে, গ্রুপটা কঠিন। তবে আমরা ওদের সবাইকে হারিয়েছি। ওদের বিপক্ষে জিততে পারি, সেই আত্মবিশ্বাস আমাদের রয়েছে। কে বড় দল, কে ছোট দল এমন সমীকরণে যাওয়ার দরকার নেই। যারা ভালো খেলবে, তারাই জিতবে। আমরা সবাইকে হারাতে পারি। মাঠে পারফর্ম করতে পারলে আমরা জিততে পারব।’

/আরআই/এএআর/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিম স্মার্টের প্রতি ঝোঁক বেসিস ভোটারদের
টিম স্মার্টের প্রতি ঝোঁক বেসিস ভোটারদের
মির্জা আব্বাসের ভাগ্নে আত্মসমর্পণের পর কারাগারে
মির্জা আব্বাসের ভাগ্নে আত্মসমর্পণের পর কারাগারে
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?