X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

জুনায়েদের সেঞ্চুরিও আটকাতে পারেনি আবাহনীর জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৭, ২০:২৬আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ২০:৩২

সেঞ্চুরির পর জুনায়েদ সিদ্দিকী ১১২ বলে খেললেন ১১৪ রানের ঝলমলে ইনিংস। তাতেও কাজ হলো না, বৃথা গেল জুনায়েদ সিদ্দিকীর সেঞ্চুরি। তার দল ব্রাদার্স ইউনিয়নকে ৩২ রানে হারতে হলো যে আবাহনীর বিপক্ষে। ফতুল্লায় আবাহনীর ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে করা ৩২৭ রানের জবাবে ব্রাদার্সের ইনিংস থামে ৮ উইকেটে ২৯৫ রানে।

প্রিমিয়ার ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের খেলায় টস জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেন আবাহনীর অধিনায়ক মাহমুদউল্লাহ। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন দুই ওপেনার লিটন দাস ও উদয় কর। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৯৬ রান। অলক কাপালির বলে হাফসেঞ্চুরি থেকে ২ রান দূরে থেকে লিটন (৪৮) আউট হলেও হাফসেঞ্চুরি তুলে নেন উদয়। এই ওপেনারকে আবার পুড়তে হয়েছে সেঞ্চুরি হারানোর বেদনায়। ৯৪ রান করে আউট হয়েছেন তিনি। ১২০ বলে ৫ বাউন্ডারিতে সাজানো উদয়ের এই ইনিংসটির পর নাজমুল হোসেন শান্ত (৪৯) ও অধিনায়ক মাহমুদউল্লাহ (৪৯*) খেলেন কার্যকরী দুটি ইনিংস।

যদিও রান ৩২৭ পর্যন্ত যাওয়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন শুভাগত হোম। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দলে উপেক্ষিত থাকার রাগটাই যেন এই অলরাউন্ডার উগড়ে দিলেন ব্রাদার্সের বোলারদের ওপর। ১৭ বলে তিনি খেলেন ৪৪ রানের টর্নেডো ইনিংস, যাতে ছিল ৭টি চার ও একটি ছক্কার মার।

কঠিন লক্ষ্যে খেলতে নেমে ব্রাদার্স ৩ রানেই হারায় রুমান আহমেদের (১) উইকেট। শুরুর ওই ধাক্কা কাটিয়ে মিজানুর রহমানকে সঙ্গে নিয়ে জুনায়েদ বাড়িয়ে নেন দলের স্কোর। মিজানুর ৪২ রানে আউট হলেও সেঞ্চুরি পূরণ করে জয়ের ভিত তৈরি করেছিলেন জুনায়েদ। যদিও ১১২ বলে ৮ চার ও ৩ ছক্কায় সাজানো তার ১১৪ রানের ইনিংসটি কাজে আসেনি পরের দিকের ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ায়। শেষদিকে নিহাদুজ্জামান হার না মানা ৪১ রানের ইনিংস খেলে কেবল হারের ব্যবধানেই পেরেছেন কমাতে।

ব্যাটিংয়ের পর বল হাতেও আলো ছড়িয়েছেন শুভাগত। ম্যাচসেরার পুরস্কার জেতা এই অলরাউন্ডার ৪৫ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
সম্পূর্ণ দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা: ডব্লিউএফপি প্রধান
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীর মুখেই কুলুপ
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে