X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বিকেএসপিতে মুমিনুল-ঝড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৭, ২১:০০আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ২১:০৩

১৫২ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা মুমিনুল বিকেএসপির তিন নম্বরে মাঠে বুধবার মুখোমুখি হয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বর। মুমিনুল হকের ১৫২ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে গাজী গ্রুপ ক্রিকেটার্স জিতেছে সহজেই, ৩৫ রানে। বিজয়ীদের এটা টানা চতুর্থ জয়।

টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ২ বলে অলআউট হওয়ার আগে ৩০৭ রানের বড় সংগ্রহ গড়েছে গাজী ক্রিকেটার্স। লিস্ট ‘এ’ ক্রিকেটে মুমিনুলের সেরা ইনিংসটি নির্মিত ১২০ বলে, ১৬টি চার ও ছয়টি ছক্কায়। তার আগের সেরা ইনিংস ছিল ১২৯ রানের।

মুমিনুলের পাশাপাশি নাসির হোসেন (৬৪) ও ভারতের পারভেজ রসুলের (৫৩) দুটি হাফসেঞ্চুরি তিনশ’র ওপরে নিয়ে গেছে গাজী ক্রিকেটার্সকে।

৪১ রানে চার উইকেট নিয়ে প্রাইম দোলেশ্বরের সেরা বোলার ফরহাদ রেজা। দেলোয়ার হোসেন তিন উইকেট নিয়েছেন ৩৯ রানের বিনিময়ে।

জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৭২ রানে থেমে গেছে প্রাইম দোলেশ্বরের ইনিংস। লিগে প্রথম খেলতে নেমেই দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেছেন আফগানিস্তানের সামিউল্লাহ শেনওয়ারি। এছাড়া জাকির আলী অনিক ৫২ ও ইমতিয়াজ হোসেন ৪২ রান করেছেন।

ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে উঠে ৪০ রানে তিন উইকেট নিয়েছেন নাসির। তবে অসাধারণ ইনিংসের সৌজন্যে ম্যাচসেরার পুরস্কার উঠেছে মুমিনুলের হাতে।

/আরআই/এএআর/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন