X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রাজ্জাকের ঘূর্ণিতে তিনে শেখ জামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৭, ১৬:৪৪আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৭:০৯

রাজ্জাকের ঘূর্ণিতে তিনে শেখ জামাল ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পয়েন্ট টেবিলে শক্ত অবস্থানে পৌঁছেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। রবিবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পারটেক্সকে ৪ উইকেটে হারিয়ে শেখ জামালের অবস্থান এখন তিনে। অবশ্য ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ করে দিয়েছিলেন অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। জাতীয় দলে ব্রাত্য হলেও লিগে ঠিকই আলো ছড়াচ্ছেন। ২২ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট।

টস জিতে আগে ব্যাটিং করা পারটেক্স ৪৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেছেন পারটেক্সের ওপেনার জনি তালুকদার। ৮৪ বলে চার ৪ ও দুই ছক্কায় তিনি তার ৬৫ রানের ইনিংসটি সাজান। এছাড়া ভারতীয় ক্রিকেটার পরেশ ড্রগরা ৩০ ও সাজ্জাদ হোসেন ২৬ রানের ইনিংস খেলেছেন।

শেখ জামালের বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার ছিলেন আব্দুর রাজ্জাক। তার ঘূর্ণিতেই লণ্ডভণ্ড হয়ে যায় পারটেক্সের ব্যাটিং লাইনআপ। আব্দুর রাজ্জাক ৫ উইকেট নিলেও তানভীর হায়দার দুই, শাহাদাত হোসেন ও সোহাগ গাজী প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

জবাবে ২০২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২৮ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শেখ জামাল। দলের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ মাহবুবুল করিম ৪২ রানের ইনিংস খেলেছেন। এছাড়া তানভীর হায়দার ৩৪*, সোহাগ গাজী ৩১ ও ইলিয়াস সানী ২৩ রান করেছেন। শেষ দিকে তানভীর ও ইলিয়াস দুইজন প্রতিরোধ না গড়লে হয়তো হারই দেখতে হতো শেখ জামালকে!

পারটেক্সের বোলারদের মধ্যে মামুন হোসেন ৩৭ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া নুরুজ্জামান মাসুম দুটি এবং রাজিবুল ইসলাম একটি উইকেট নিয়েছেন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস