X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০১৭, ১৬:৫৪আপডেট : ২২ মে ২০১৭, ১৭:২১

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মোস্তাফিজ ত্রিদেশীয় সিরিজে চেনা ছন্দে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের এ বাঁহাতি পেসার দুই ম্যাচে বল হাতে নিয়ে জাদু দেখিয়েছেন। যার স্বীকৃতি পেলেন আইসিসির কাছ থেকে। ‘দ্য ফিজ’ ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে জায়গা পেয়েছেন সোমবার।

আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, বোলিং র‌্যাংকিংয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজ। ৫৮৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ১৩ ধাপ ওপরে উঠেছেন। আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে তিন জাতির সিরিজে মোস্তাফিজ ৬ উইকেট নিয়েছেন। সিরিজের শেষ ম্যাচে আগামী বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

আইরিশদের বিপক্ষে প্রতিযোগিতার প্রথম ম্যাচে বোলিং করার সুযোগ পান নি মোস্তাফিজ। কারণ বাংলাদেশের ইনিংসের মাঝপথে বৃষ্টি শুরু হলে পরিত্যক্ত হয় ম্যাচ। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ উইকেট নেন ৩৩ রান দিয়ে। ৯ ওভারের একটি দিয়েছিলেনে মেডেন। যদিও ব্যাটিং ব্যর্থতায় ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। আর সর্বশেষ ম্যাচে বাংলাদেশের ৮ উইকেটের জয়ে অন্যতম অবদান ছিল মোস্তাফিজের। আয়ারল্যান্ডকে নিজেদের তৃতীয় ম্যাচে ১৮১ রানে গুটিয়ে দিতে ৯ ওভারে ২৩ রান দিয়ে নেন ৪ উইকেট। ম্যাচসেরার পুরস্কারও জেতেনে মোস্তাফিজ।

ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়েও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে আইসিসি। ত্রিদেশীয় সিরিজের গত দুই ম্যাচে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে হাফসেঞ্চুরি করেছিলেন সৌম্য সরকার। কিউইদের বিপক্ষে ৬১ রানের পর আয়ারল্যান্ডকে হারাতে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেন এ ওপেনার। র‌্যাংকিংয়ে ৭ ধাপ উন্নতি হয়েছে তার। এখন তিনি ২৭ নম্বরে।

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছেন সাকিব আল হাসান। সূত্র- আইসিসি

/এফএইচএম/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস