X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বিপিএলের প্রতি ম্যাচে ৫ বিদেশি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৭, ১৮:১৪আপডেট : ২৫ মে ২০১৭, ১৮:১৪

বিপিএলের প্রতি ম্যাচে ৫ বিদেশি! ৪ নভেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। আগের চার আসরে প্রতি ম্যাচে ফ্র্যাঞ্চাইজিরা খেলাতে পারতো সর্বোচ্চ চার বিদেশি খেলোয়াড়, তবে পঞ্চম আসরে সংখ্যা বাড়ার ইঙ্গিত দিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব ইসমাইল হায়দার মল্লিক। চার থেকে বেড়ে সর্বোচ্চ পাঁচ বিদেশি খেলোয়াড়কে একাদশে রাখার চিন্তা-ভাবনা করছেন তারা।

সামনের আসরে দল বাড়ানোর চিন্তা-ভাবনাও করছে বিপিএল গভর্নিং কমিটি। আগের আসরের সাত দল বেড়ে আট হওয়ার সম্ভাবনা আছে। গত আসরে শৃঙ্খলাভঙ্গের কারণে ছিল না সিলেট ফ্র্যাঞ্চাইজি। এই আসরে তারা ফেরায় দল সংখ্যা দাঁড়াচ্ছে আটে। তবে শেষ পর্যন্ত সব দলকে অংশ নিতে হলে বিপিএলের শর্ত পূরণ করতে হবে ফ্র্যাইঞ্চাজিগুলোকে। এ প্রসঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব ইসমাইল হায়দার বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি ৮ দল খেলবে। দলগুলোকে চূড়ান্ত করার পর্যায়ে আমাদের কিছু শর্ত থাকে, সেই শর্তগুলো যারা পূরণ করতে পারবে, তারাই খেলবে। মোট দল সাতটাও হতে পারে, তবে সাতটার চেয়ে কমবে না।’

দল বাড়লে খেলোয়াড়ের চাহিদাও বাড়বে। আর এই চাহিদা দেশীয় খেলোয়াড়দের দিয়ে পূরণ করা সম্ভব কিনা, তাতে সংশয় আছে বিপিএল কমিটির। তাই সামনের আসরে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা একাদশে বাড়তে পারে বলে জানিয়েছেন ইসমাইল হায়দার, ‘এই সংখ্যাটা চার নাকি পাঁচ হবে- তা এখনও চূড়ান্ত হয়নি। ফ্র্যাঞ্চাইজিরা আমাদের কাছে এ বিষয়ে একটি প্রস্তাব দিয়েছে। তাদের কাছ থেকে আবেদন এসেছে পাঁচজন করে বিদেশি খেলোয়াড় নেওয়ার।’ সঙ্গে যোগ করলেন, ‘আমরা যদি আটটা দল নিয়ে খেলি, তাহলে সব দলের জন্য যতটা দেশি ক্রিকেটার দরকার, তা কিন্তু আমাদের নেই। এই জন্যই ফ্যাঞ্চাইজিরা আমাদের কাছে একটা আবেদন করেছে। এই টুর্নামেন্টে আন্তর্জাতিক মানটা আমরা বজায় রাখতে চাই। সে দিক থেকে চিন্তা করেই তাদের আবেদন নিয়ে আমরা ভাবছি।’

জমকালো আয়োজনে এবার বিপিএলের উদ্বোধন করা হবে। ২ নভেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জমকালো এই অনুষ্ঠান। তার আগেই অবশ্য শুরু হয়ে যাবে বিপিএলের মাঠের বাইরের লড়াই, ৪ নভেম্বর মাঠে গড়ানোর আগে দল গোছাতে ব্যস্ত হয়ে পড়বে যে ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের খেলোয়াড় সংগ্রহ করার তারিখ ১৬ সেপ্টেম্বর। ওই দিন স্থানীয় এক হোটেলে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে।

খেলোয়াড় সংগ্রহ করার প্রক্রিয়ায় বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। যেমন আইকন ও এ-প্লাস ক্যাটাগরি থেকে চারজন খেলোয়াড় নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রতিটি দল সর্বনিম্ন ১০ এবং সর্বোচ্চ ১৩ জন দেশি খেলোয়াড় নিতে পারবে। প্লেয়ার ড্রাফট থেকে নিতে হবে অন্তত সাত দেশি খেলোয়াড়কে, যেটা আবার এ-প্লাস ক্যাটাগরি বাদ দিয়ে।

সব মিলিয়ে আট দল অংশ নিলে ম্যাচ সংখ্যা দাঁড়াবে ৬০টি। ৫৬ ম্যাচ হবে লিগ পর্বে, একটা এলিমিনেটর ম্যাচ, দুটি কোয়ালিফাইয়ার এবং একটি ফাইনাল। তবে কোনও কারণে দল কমে গেলে ম্যাচ সংখ্যাও কমে যাবে।

প্রথমবারের মতো বেশ কিছু ম্যাচ সিলেটে হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন ইসমাইল হায়দার, ‘সিলেটে খেলা নিয়ে কিছুটা সমস্যা আছে। কারণ ওখানে হোটেল আছে মাত্র একটা, যেখানে হয়তো চারটা দল থাকতে পারবে। সব দিক চিন্তা করে আমরা সিলেটের স্টেডিয়ামটা আরও একবার রিভিউ করব। হয়তো তিন চার দিনের জন্য বিপিএল সিলেটে যেতেও পারে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা