X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

প্রত্যাশার চাপ সরিয়ে ভালো খেলার প্রতিজ্ঞা মাশরাফির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৭, ২৩:৫৩আপডেট : ২৭ মে ২০১৭, ০১:৪৩

প্রত্যাশার চাপ সরিয়ে ভালো খেলার প্রতিজ্ঞা মাশরাফির ঘণ্টা বাজতে শুরু করেছে চ্যাম্পিয়নস ট্রফির। ১ জুন থেকে ইংল্যান্ডে বসছে ওয়ানডে বিশ্বকাপের পর ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টের আসর। ২০০৬ সালের পর প্রথমবার বাংলাদেশ সুযোগ পেয়েছে এই প্রতিযোগিতায়। আগের ওই বাংলাদেশের সঙ্গে যে এই বাংলাদেশের বিস্তর পার্থক্য, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থান। বুধবার নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো র‌্যাংকিয়ের ছয়ে উঠে এসেছে বাংলাদেশ। গত দুই বছরে বদলে যাওয়া বাংলাদেশের চলমান এই ফর্মটা চ্যাম্পিয়নস ট্রফিতেও সচল রাখতে চান ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দেশের মাটিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ পর্যন্ত করেছিল বাংলাদেশ, কিন্তু বিদেশে কিউইদের কখনও হারানোর উদাহরণ ছিল না এতদিন। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ দিয়ে সেই অপূর্ণতা দূর করেছে টাইগাররা। সেই সঙ্গে উঠেছে র‌্যাংকিংয়ে যষ্ঠ স্থানে। স্বভাবতই খুশি মাশরাফি, ‘আমরা র‌্যাংকিংয়ের ছয়ে উঠেছি। বিষয়টা আমাদের জন্য এখন চাপের, যদিও দলের সবাই ভীষণ খুশি।’

মিশন এখন চ্যাম্পিয়নস ট্রফি। যেখানে অপেক্ষা করছে কঠিন সময়। নিউজিল্যান্ডের সঙ্গে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মাশরাফি অবশ্য প্রতিপক্ষ নিয়ে খুব একটা ভাবছেন না, নিজেদের স্বাভাবিক খেলার দিকেই তার মনোযোগ, ‘কঠিন একটা টুর্নামেন্ট অপেক্ষা করছে আমাদের জন্য। বিপক্ষ কন্ডিশনে খেলতে হবে শক্তিশালী সব দলের সঙ্গে। যদিও নিজের দিনে আপনি যে কোনও কিছু করতে পারবেন। আমাদের দলে ভালো মানের খেলোয়াড় আছে, যারা ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারে। তাই এতদিন যেভাবে খেলেছি, সেভাবেই খেলতে চাই আমরা।’

২০১৫ বিশ্বকাপ থেকে ওয়ানডে ক্রিকেটে উড়ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ওই টুর্নামেন্টে ইংল্যান্ডকে বিদায় করে দিয়ে কোয়ার্টার ফাইনালে ‍উঠেছিল টাইগাররা। গত দুই বছরে মাশরাফিদের উন্নতিতে অবাক গোটা ক্রিকেট বিশ্ব। বাংলাদেশের ভক্তদের চাহিদাও বেড়ে গেছে অনেক। চ্যাম্পিয়নস ট্রফিতেও তাই মাশরাফিদের ওপর থাকবে প্রত্যাশার চাপ। বিষয়টা বাংলাদেশ অধিনায়ক জানেন, আর জানেন বলেই পরিকল্পনা সেরে রেখেছন, ‘দেশের হয়ে আপনি যখনই খেলেন না কেন, প্রত্যাশার চাপটা থাকবে সবসময়। এই কারণে আমার মনে হয় টুর্নামেন্টটা আমাদের জন্য খুব একটা সহজ হবে না। এ জন্য আমাদের নিজেদের খেলার ওপর মনোযোগ দিতে হবে। গত দুই বছর আমরা যেভাবে খেলে আসছি, নিজেদের দক্ষতাগুলোকে ফুটিয়ে তুলেছি, আমাদের সেভাবেই সব করতে হবে।’

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ