X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

খুলনা টাইটানসে সরফরাজ-শাদাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৭, ১৮:২০আপডেট : ১৯ জুন ২০১৭, ১৮:৩৪

শাদাব খান (বাঁয়ে) ও সরফরাজ আহমেদ বিপিএলের গত আসরে প্রথম অংশ নিয়েছিল খুলনা টাইটানস। প্রথমবার অংশ নিয়েই তৃতীয় হওয়া খুলনা শক্তিশালী দল গড়তে যাচ্ছে এবার। আগামী বিপিএলের জন্য পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ ও তরুণ লেগস্পিনার শাদাব খানকে নিয়েছে দলটি।

সোমবার ফেসবুকের অফিশিয়াল পেজে সদ্য চ্যাম্পিয়নস ট্রফি জয়ী অধিনায়ক সরফরাজ ও শাদাবকে দলে নেওয়ার কথা জানিয়েছে খুলনা টাইটানস। বিপিএলের পঞ্চম আসর শুরু হবে আগামী ৪ নভেম্বর।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজের দারুণ কেটেছে চ্যাম্পিয়নস ট্রফি। ৫ ম্যাচে মাত্র দুবার ব্যাট করার সুযোগ পেয়েছেন তিনি। ওই ২ ম্যাচে তার রান ছিল ১৫ ও অপরাজিত ৬১। ক্যাচ নিয়েছেন ৯টি। তবে বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বের জন্যই বেশি প্রশংসিত হচ্ছেন সরফরাজ।

শাদাব-সরফরাজকে দলে নেওয়ার ঘোষণা খুলনা টাইটানসের শাদাবের ব্যক্তিগত পারফরম্যান্স অবশ্য অতটা উজ্জ্বল নয় টুর্নামেন্টে। ৪ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি, গড় ৪৩। তবে ব্যাটিং সহায়ক পিচের হিসেবে ইকোনমি রেট খুবই ভালো-মাত্র ৫.৫৪। চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ক্রিকেট-বিশ্বে নিজের আবির্ভাব ঘোষণা করেছিলেন শাদাব। ওই সিরিজে ৪ ম্যাচে ১৩ উইকেট নিয়ে স্বাগতিকদের তিনি প্রায় একাই গুঁড়িয়ে দিয়েছিলেন।

সরফরাজ-শাদাবকে নিয়ে আসার পাশাপাশি আরেক পাকিস্তানির ওপরেও আস্থা রাখছে খুলনা টাইটানস। গতবার দুর্দান্ত পারফর্ম করা বাঁহাতি পেসার জুনায়েদ খানকে এবারও দেখা যাবে টাইটানসের জার্সি গায়ে। ফেসবুক পেজে সে ঘোষণাও দিয়েছে দলটি।

বিপিএলের পঞ্চম আসরে খুলনা টাইটানসের প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে শ্রীলঙ্কার ব্যাটিং-কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনেকে। এবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের কোচের দায়িত্বে থাকা জয়াবর্ধনে দুই বছরের জন্য ‍চুক্তিবদ্ধ হয়েছেন। খুলনা টাইটানস তাই শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে এবারের বিপিএলে।

/আরআই/এএআর/

 আরও পড়ুন:

খুলনা টাইটানসের কোচ হলেন জয়াবর্ধনে

সম্পর্কিত
সর্বশেষ খবর
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই