X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আইপিএলে ঝড় তোলা ক্রিস লিন খুলনা টাইটানসে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৭, ১৮:১০আপডেট : ২১ জুন ২০১৭, ২০:০৭

ক্রিস লিন সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে বিস্ফোরক ব্যাটিংয়ে ঘায়েল করেছেন প্রতিপক্ষদের। হার্ডহিটার এই ব্যাটসম্যান হয়ে উঠেছিলেন আরও ভয়ঙ্কর। সেই ক্রিস লিনকে দলে টেনে নিয়েছে খুলনা টাইটানস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিটি তাদের অফিসিয়াল ফেসবুকের মাধ্যমে নিশ্চিত করেছে খবরটি।

অস্ট্রেলিয়ার ক্রিকেটে লিন পরিচিত মুখ। টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে প্রতিপক্ষদের ভয়ের নামও। যদিও আইপিএলের আগে এই ওপেনার অস্ট্রেলিয়ার বাইরে খুব একটা পরিচিত ছিলেন না। কিন্তু ভারতের টি-টোয়েন্টি আসরে দুর্দান্ত ব্যাটিংয়ে গোটা ক্রিকেট বিশ্বে ছড়িয়ে পড়ে তার নাম।

ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে আলো ছড়ালেও আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা সুবিধা করতে পারেননি লিন। অস্ট্রেলিয়ার জার্সিতে খেলা একটি ওয়ানডেতে  করেছেন ১৬ রান। আর ৫ টি-টোয়েন্টিতে তার সব মিলিয়ে ৬৫ রানকে নিশ্চিতভাবেই ভালো পারফরম্যান্স বলা যাবে না। কিন্তু জাতীয় দলের হতাশা ঝেরে ফেলে সর্বশেষ আইপিএলের শুরুর ম্যাচেই ঝড় তুলছিলেন লিন। সব মিলিয়ে গত আসরের ৭ ম্যাচে তার ব্যাট থেকে আসে ২৯৫ রান।

আইপিএলের পারফরম্যান্সই আবার জাতীয় দলের দরজা খুলে দেয় লিনের। চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডেও জায়গা পেয়ে যান অস্ট্রেলিয়ার এই ওপেনার। যদিও খেলার সুযোগ হয়নি তার।

ক্রিস লিনকে ছাড়াও এরই মধ্যে খুলনা টাইটানস শাদাব খান ও সরফরাজ আহমেদকে দলে ভিড়িয়েছে। এছাড়া পেসার জুনাইদ খানকে রেখে দিয়েছে গত বছর প্রথমবারের মতো বিপিএল খেলা এই দলটি। ইতিমধ্যেই খুলনার কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মাহেলা জয়াবর্ধনে।

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস