X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ-ভারতের প্রথম ওয়ানডে পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০১৭, ১২:৩৩আপডেট : ২৪ জুন ২০১৭, ১২:৫৩

বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচ প্রথম দফা বৃষ্টি নামার পর খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। তবে খেলা শুরু হওয়ার এক ওভার পর শুরু হওয়া বৃষ্টি আর থামল না। আবহাওয়ার অবস্থা এতটাই খারাপ ছিল যে, শেষ পর্যন্ত পরিত্যক্তই ঘোষণা করা হয় ওয়েস্ট ইন্ডিজ-ভারতের প্রথম ওয়ানডে।

পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালের ম্যাচে অবশ্য খেলা হয়েছিল ৩৯.২ ওভার। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে হারা ভারত ওই সময়টায় স্বাগতিকদের ওপর ছড়ি ঘুরিয়েছে ব্যাট হাতে। শিখর ধাওয়ান ও আজিঙ্কা রাহানের হাফসেঞ্চুরিতে বৃষ্টির আগে খেলা বন্ধ হওয়ার আগে ৩ উইকেটে করেছিল ১৯৯ রান।

চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম করা ধাওয়ান নিজের ছন্দ ধরে রাখলেন ক্যারিবিয়ান সফরের প্রথম ম্যাচেও। রোহিত শর্মার জায়গায় খেলতে নামা রাহানেও প্রমাণ করলেন নিজেকে। উদ্বোধনী জুটিতে তাদের যোগ করা ১৩২ রানের ভিতের ওপর দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছিল ভারত। অসাধারণ সব শট খেলে ধাওয়ান পূরণ করেন তার ওয়ানডে ক্যারিয়ারের ২০তম হাফসেঞ্চুরি। আর রাহানে আবার পান ১৮তম ওয়ানডে ফিফটির দেখা।

অপ্রতিরোধ্য হয়ে ওঠা তাদের জুটি শেষ পর্যন্ত ভাঙে আলজারি জোসেপের বলে। ৭৮ বলে ৬২ রান করা রাহানের আউটে ভারত হারায় প্রথম উইকেট। অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে অবশ্য ধাওয়ান যান আরেকটু দূরে। শেষ পর্যন্ত দেবেন্দ্র বিশু বলে প্যাভিলিয়নে ফেরেন এলবিডাব্লিউ হয়ে। তার আগে ৯২ বলে খেলে যান ঝলমলে ৮৭ রানের ইনিংস, যাতে ছিল ৮টি চার ও দুটি ছক্কার মার।

ধাওয়ানের আউটের পরপরই ফিরে যান যুবরাজ সিং। চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচ ছাড়া ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও আউট হয়েছেন মাত্র ৪ রান করে। তার আউটের পর মাঠে নামেন মহেন্দ্র সিং ধোনি। যদিও খুব বেশি খেলার সুযোগ পাননি তিনি। শুরু হয়ে যায় বৃষ্টি। ৩৯.২ ওভারের সময় বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় কোহলি অপরাজিত ছিলেন ৩২ রানে, আর ধোনি অপরাজিত ছিলেন ৯ রানে। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
নেত্রীর জন্য জান দেবেন আর সিদ্ধান্ত মানবেন না, সেটা উচিত না: দীপু মনি
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
চিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিচিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে