X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

শাস্ত্রীকে বোঝার তো কিছু নেই : কোহলি

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০১৭, ২১:২৬আপডেট : ১৯ জুলাই ২০১৭, ২১:৩৫

সংবাদ সম্মেলনে রবি শাস্ত্রী ও বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন রবি শাস্ত্রী। খেলোয়াড়ি জীবন শেষে ধারাভাষ্যকার কিংবা ভারতীয় দলের কর্তা হিসেবে কাজ করা সাবেক এই অলরাউন্ডার এখন জাতীয় দলের কোচ। শ্রীলঙ্কা সফর দিয়ে মিশন শুরু করার আগে প্রথমবার তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে।

কোহলির সঙ্গে খারাপ সম্পর্কের কারণেই কোচের পদ থেকে অনিল কুম্বলে সরে দাঁড়িয়েছেন বলে খবর ভারতীয় মিডিয়ার। নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়া শাস্ত্রীর সঙ্গে তাই কোহলির সম্পর্কের রসায়নটা সবচেয়ে জরুরি। ভারতীয় অধিনায়ক অবশ্য সম্পর্কের জায়গা নিয়ে ভাবছেনই না! শাস্ত্রীর সঙ্গে আগেই কাজ করেছেন বলে তাকে নতুন করে জানারও খুব বেশি প্রয়োজন মনে করছেন না কোহলি।

কোচের পদ পেয়ে প্রথমবার কাজ করতে যাচ্ছেন শাস্ত্রী। তবে টিম ডিরেক্টর হিসেবে ভারতীয় দলের ছায়া হয়ে ছিলেন তিনি অনেক দিন, যেখানে কাজ করেছেন কোচের ভূমিকাতেই। এমনকি ২০১৫ সালের বিশ্বকাপেও কোচহীন ভারতকে সামলেছিলেন শাস্ত্রী। একসঙ্গে কাজ করার সেই অভিজ্ঞতাই তুলে ধরলেন কোহলি সংবাদ সম্মেলনে, ‘আমরা একসঙ্গে কাজ করেছি গত তিন বছর। তাই আমার মনে হয় না নতুন করে (শাস্ত্রীকে) জানার দরকার আছে আর। আগে কাজ করার অভিজ্ঞতা থেকে আমরা জানি কী প্রত্যাশা রয়েছে সামনে। তাই নতুন করে কোনও কিছু করার দরকার নেই বলে আমি মনে করি।’

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। অথচ জয়ের পাল্লা ভারী ছিল তাদের দিকেই। ওই টুর্নামেন্টের পর আবার তার সঙ্গে সম্পর্ক খারাপের কারণে কুম্বলের সরে দাঁড়ানোর খবরে উত্তাল হয়ে উঠে ভারতীয় মিডিয়া। নিশ্চয় অনেক চাপে ছিলেন কোহলি? সংবাদ সম্মেলনে অবশ্য কোহলি গত কয়েক সপ্তাহের পরিস্থিতি তুলে ধরলেন এভাবে, ‘আমার মনে হয় না বাড়তি কোনও চাপ ছিল আমার উপর। দল হিসেবে আমরা সবসময় সাফল্য চাই। প্রত্যেকেই খারাপ সময় পার করেছে। আমার উপর বাড়তি কোনও চাপ ছিল না। অধিনায়ক হওয়ার আগে থেকেই তো আমি নিজের দায়িত্ব পালন করে আসছি।’ পিটিআই

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস