X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আফগান যুবাদের হোয়াইটওয়াশের লক্ষ্য বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৩

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সিরিজের প্রথম চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি ম্যাচটি হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এই সিরিজে আফগান যুবাদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য স্বাগতিকদের।

আফগানিস্তান ২৫ সেপ্টেম্বর ঢাকায় পা রাখার আগেই সিলেটের উদ্দেশে রওয়ানা হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সকালে সাইফ হাসান-আব্দুল হালিম-কাজী অনিকরা ঢাকা ছেড়েছেন। ম্যাচ শুরুর আগে সিলেটেও কয়েকদিন অনুশীলন করবে যুবারা।

ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন যুব দলের অধিনায়ক সাইফ হাসান। সেখানে আফগানদের বিপক্ষে কেবল সিরিজ জয় নয়, সব ম্যাচ জিতে হোয়াইটওয়াশ করাই লক্ষ্যের কথাও শুনিয়েছেন সাইফ, ‘অধিনায়ক হিসেবে অবশ্যই চাইব সিরিজ জিততে। আফগানিস্তানের সঙ্গে খেলায় একটাই চেষ্টা থাকবে, সেটা হলো হোয়াইটওয়াশ করার। তবে ওরা খুব ভালো দল। অনূর্ধ্ব-১৯ দল হলেও ভালো। যদিও আমরা নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে ওদের হোয়াইটওয়াশ করা কঠিন হবে না।’

দলের প্রস্তুতি ভালো উল্লেখ্য করে সাইফ বলেছেন, ‘সব মিলিয়ে প্রস্তুতিটা খুব ভালো, অনেক দিন থেকেই আমরা অনুশীলন করছি। সম্প্রতি আমরা কয়েকজন জাতীয় লিগ খেলেছি। সব মিলিয়ে ম্যাচ অনুশীলনটা খুব ভালো হয়েছে। ওয়ানডেতে আমাদের কাজগুলো যদি ঠিকভাবে করতে পারি, ইনশাল্লাহ আমাদের পক্ষে ফলাফল আসবে।’

ব্যাটসম্যান, বোলার কিংবা অলরাউন্ডার- সব বিভাগেই ভারসাম্যপূর্ণ এবারের যুব দলটি। অধিনায়ক তাই তার সতীর্থদের ওপর রাখছেন আস্থা, ‘আমি মনে করি আমাদের দলে সবকিছু আছে। ব্যালেন্স একটা দল। ব্যাটসম্যানরা খুব ভালো। এছাড়া পেস বোলাররা আগের থেকে খুব ভালো আছে। স্পিনারও আছে খুব ভালো। বিশ্বকাপের আগে আমাদের দল নিখুঁত হয়ে যাবে, আর আমরা ভালো কিছু করতে পারব।’

অনূর্ধ্ব-১৯ দলে অধিনায়ক সাইফ হাসান ভরসার প্রতীক। গত বিশ্বকাপ খেলার পাশাপাশি বিপিএল, জাতীয় লিগ, প্রিমিয়ার লিগ সব ক্ষেত্রেই খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এই তো সোমবার শেষ হওয়ার জাতীয় লিগের প্রথম রাউন্ডে ১০৬ রান করে অপরাজিত ছিলেন তিনি। বৃষ্টির কারণে খেলা হয়নি বলে ইনিংসটাকে আরও বড় করতে পারেননি। সে জন্য কিছুটা আক্ষেপও তার কণ্ঠে, ‘সন্তুষ্ট অবশ্যই, বৃষ্টি যদি না থাকতো ইনিংসটা আরও একটু বড় করতে পারতাম। আর ম্যাচে পারফরম করতে পারলে আত্মবিশ্বাস বাড়ে। আর আত্মবিশ্বাস নিয়ে যেহেতু একটা সিরিজে যাচ্ছি, আশা করছি ভালো কিছু করতে পারব।’

খুলনা টাইটানসের হয়ে এবার বিপিএল খেলবেন সাইফ হাসান। ঘরোয়া টি-টোয়েন্টির টুর্নামেন্টে সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন এই তরুণ, ‘বিপিএলে দল পেয়েছি; খুব খুশি হয়েছি, যখন ম্যাচ পাব তখন কাজে লাগানোর চেষ্টা করব।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?