X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

টেস্ট-ওয়ানডে লিগ আয়োজনে বাধা পাকিস্তান!

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৪

টেস্ট-ওয়ানডে লিগ আয়োজনে বাধা পাকিস্তান! এতদিন ভারত-পাকিস্তান দ্বন্দ্ব সীমাবদ্ধ ছিল দ্বিপক্ষীয় সিরিজে। এবার সেই দ্বন্দ্ব হানা দিয়েছে আইসিসি প্রস্তাবিত নতুন কাঠামোতে! অনেক দিন ধরেই টেস্ট ও ওয়ানডে লিগ চালু করার কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আগামী মাসে অকল্যান্ডে অনুষ্ঠেয় সভায় তা অনুমোদন হওয়ার কথা। কিন্তু এই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে ভারতের কাছ থেকে স্পষ্ট কোনও সিদ্ধান্ত না পেলে আইসিসির প্রস্তাবিত কাঠামোতে সই করবে না।

নতুন লিগের কাঠামো অনুযায়ী, শীর্ষ ৯টি দল খেলবে দুই বছর মেয়াদি টেস্ট লিগ। আর ওয়ানডেতে ১৩ দলের মাঝে হবে ওয়ানডে লিগ, যেটা হবে বিশ্বকাপ বাছাইয়ের বিকল্প। এই কাঠামোর বাইরে দ্বিপক্ষীয় সিরিজের ব্যাপারে ভারতের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন কাঠামোতে সম্মতি থাকলেও পুরোনো বিষয়ে গোঁ ধরে বসে আছে তারা।

অবশ্য এর পেছনে আছে সম্প্রচার বাণিজ্য। পিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘ভারতকে দ্বিপক্ষীয় সিরিজের জন্য না পাওয়া মানে হলো আগামী ৮-১০ বছর তাদের সঙ্গে খেলার সুযোগ পাবো না আমরা। এমন ঝুঁকি এই মুহূর্তে আমরা নিতে রাজি নই। আমাদের জন্য এটা ১৩০ মিলিয়ন মার্কিন ডলারের সিদ্ধান্ত।’

অন্য ক্রিকেট বোর্ডগুলোর কাছে তার প্রশ্ন, ‘বাকি বোর্ডগুলোকে বলছি, তারা কি ভারতকে ছাড়া খেলবে? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কি রাজি হবে? যদি তারা না খেলে, তাহলে আমরা কেন খেলবো? আমরা কোনও আপস করতে পারবো না। ভারতের সঙ্গে আমরা খেলার সুযোগ পেলেই পুরো কাঠামোকে কার্যকর বলা যাবে। এটা না হলে আমরা সই করবো না।’

ভারত-পাকিস্তান সর্বশেষ পূর্ণাঙ্গ সিরিজে মুখোমুখি হয়েছিল ২০০৭ সালে। সে বছরের নভেম্বর-ডিসেম্বরে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ২০১২-১৩ মৌসুমে অবশ্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লড়াই করেছিল দুদল। তবে এরপর থেকে শুধু আইসিসির প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান।

দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে দুই দেশ সমঝোতা চুক্তি সই করলেও তা মানেনি ভারত। দুই দেশের নেতিবাচক মনোভাবে আইসিসির নতুন কাঠামো আলোর মুখ দেখে কিনা সেটাই বিরাট প্রশ্ন!-ক্রিকইনফো। 

এফআইআর/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস