X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে সিরিজ ভারতের

স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৬

রোহিত ও রাহানের জুটিতে জয়ের ভিত তৈরি করে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ওয়ানডেতেও পাত্তা দিলো না স্বাগতিক ভারত। রবিবার ইন্দোরে তৃতীয় ওয়ানডেতে ৫ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করেছে বিরাট কোহলির দল। ৫ ম্যাচের সিরিজে তারা এগিয়ে থাকলো ৩-০ তে।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে এদিন প্রথমবার আগে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। দারুণ ব্যাটিং পিচে তিনশ’র উপরে রান তোলার আভাস দিলেও সেটা হয়নি। কারণ মিডল অর্ডার থেকে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেনি। তবে সিরিজে নিজেদের দলীয় সর্বোচ্চ রান ঠিক তুলে নিয়েছে অসিরা। ৬ উইকেটে তারা করে ২৯৩ রান।

হিলটন কার্টরাইটের বদলে অ্যারন ফিঞ্চ ওয়ানডেতে সুযোগ পান গত জুনের পর। ফিরেই দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এ ওপেনার। ডেভিড ওয়ার্নার (৪২) হাফসেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ার আগে তার সঙ্গে ৭০ রানের জুটি গড়েন ফিঞ্চ।

এরপর স্টিভেন স্মিথের সঙ্গে ফিঞ্চের অসাধারণ এক জুটি। ১৫৪ রান আসে তাদের দুজনের জুটিতে। ১০০ বলে ক্যারিয়ারের ৮ নম্বর সেঞ্চুরি করেন ফিঞ্চ। তবে কুলদীপ যাদব তাকে কেদার যাদবের ক্যাচ বানিয়ে ভারতের অস্বস্তি দূর করেন। ১২৫ বলে ১২ চার ও ৫ ছয়ে ১২৪ রান করেন ফিঞ্চ। তিনি মাঠ ছাড়ার পর কমে যায় অস্ট্রেলিয়ানদের রানের গতি। বরং নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ফিঞ্চের পর সাজঘরের পথ ধরেন স্মিথ, ৬৩ রান করেন সফরকারী অধিনায়ক।

যশপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নিয়ে ভারতের সফল বোলার।

পান্ডিয়ার চতুর্থ ফিফটি ভারতকে স্বস্তির জয় এনে দেয় ভারতকে লড়াকু টার্গেট দিয়েও স্বস্তিতে থাকেনি অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতেই স্বাগতিকদের জয়ের ভিত তৈরি হয়ে যায়। ১৩৯ রানের জুটি গড়েন দুই ওপেনার আজিঙ্কা রাহানে ও রোহিত শর্মা। এ শক্ত জুটি ভাঙেন নাথান কোল্টার-নাইল। ৬২ বলে ৭১ রানে বদলি ফিল্ডার কার্টরাইটের ক্যাচ হন রোহিত।

৫৯ রানের ব্যবধানে অস্ট্রেলিয়া ভারতের আরও তিন উইকেট নিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান। রাহানে ৭০ রানে আউট হওয়ার পর টানা দুই ওভারে বিরাট কোহলি (২৮) ও কেদার যাদব (২) মাঠ ছাড়েন।

তবে হার্দিক পান্ডিয়া ক্রিজে থেকে ভারতকে জয়ের পথে নিয়ে যান। ৭২ বলে ৫ চার ও ৪ ছয়ে ইনিংস সেরা ৭৮ রান করেন তিনি। দলের রান ২৮৪ তে রেখে আউট হন এ অলরাউন্ডার। মনীষ পান্ডে ৩৬ ও মহেন্দ্র সিং ধোনি ৩ রানে অপরাজিত থেকে লক্ষ্য পূরণ করেন। ৪৭.৫ ওভারে ৫ উইকেটে ২৯৪ রান করে ভারত।

আগামী ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর হবে সিরিজের বাকি দুই ম্যাচ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসলামী ব্যাংক থেকে রেমিট্যান্স নিয়ে গাড়ি জিতলেন কাপাসিয়ার মুঞ্জিল
ইসলামী ব্যাংক থেকে রেমিট্যান্স নিয়ে গাড়ি জিতলেন কাপাসিয়ার মুঞ্জিল
এই তপ্ত রোদে কেমন আছেন ফুড ডেলিভারিম্যানরা?
এই তপ্ত রোদে কেমন আছেন ফুড ডেলিভারিম্যানরা?
কোয়ালিটি বিচারে দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
কোয়ালিটি বিচারে দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ড. ফরাসউদ্দিন
জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ড. ফরাসউদ্দিন
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে